Ajker Patrika

বরগুনায় পৃথক স্থানে নারী ও যুবকের লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনায় একই দিনে পৃথক স্থান থেকে এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে বরগুনা সদরের শেফা ক্লিনিক-সংলগ্ন কমিশনার মোশাররফ হোসেনের বাসার দোতলা থেকে নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারীর নাম মোসা. সাহিদা আক্তার রোজী (৫৪)। তিনি বরগুনা সদরের ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা গ্রামের মো. মোস্তফা খানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, রোজী আক্তার দীর্ঘদিন ধরে কমিশনার ভবনের ২য় তলায় ভাড়া থাকতেন। দুই দিন ধরে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। বাবার বাড়ির জমি বিক্রির টাকাও তাঁর কাছে ছিল। যোগাযোগ বন্ধ থাকায় পরিবারের সদস্যরা বাড়ির মালিককে সঙ্গে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করেন। এ সময় তাঁরা রোজি আক্তারকে বাথরুমে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় লোকজন প্রাথমিকভাবে সন্দেহ করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্ত শেষ না হওয়ার আগে মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

এদিকে একই দিন সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামে একটি বাগান থেকে মানসিক প্রতিবন্ধী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম মো. নাঈম (২৬)।

জানা গেছে, বুধবার (২১ মে) সকালে স্থানীয় এক কৃষক বাগানে গেলে দুর্গন্ধ পান। এ সময় তিনি একটি অর্ধগলিত যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। তাঁরা এসে বরগুনা পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে বরগুনা হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, নাঈম অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রোগে আক্রান্ত ছিলেন। তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পরে নাঈম আর ফেরেননি বলে জানান তাঁর মা।

দুটি লাশ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল আহসান বলেন, পৃথক স্থান থেকে এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে, তাঁরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত