Ajker Patrika

যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টা, বরিশাল নগর বিএনপির ২ যুগ্ম আহ্বায়ককে শোকজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নোটিশপ্রাপ্ত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত
নোটিশপ্রাপ্ত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।

নোটিশপ্রাপ্ত দুজন হলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমান। নোটিশ পাওয়ার কথা স্বীকার করে মাহফুজুর রহমান বলেন, ‘আমি জমি দখল করতে যাইনি, দলের কাছে যৌক্তিক জবাব দেব।’

প্রসঙ্গত, ওই দুই যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত থাকা আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর নেতৃত্বে শতাধিক লোক গত রোববার রাত ৯টার দিকে ২৮ নম্বর ওয়ার্ডে মহানগর কলেজসংলগ্ন বিরোধ থাকা ১ একর ৪৮ শতাংশ জমি দখলচেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তখন স্থানীয়দের ধাওয়ার মুখে তাঁরা পালিয়ে যান।

জানা গেছে, ওই জমির প্রকৃত মালিক আত্মগোপনে থাকা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। জমি নিয়ে মামুনের পরিবারের সঙ্গে স্থানীয় বাসিন্দা শওকত হোসেনের আদালতে মামলা চলমান। ৫ আগস্টের পর শওকত জমি দখলে নিয়েছেন। বিএনপি নেতারা মামুনের পক্ষে অলিখিত চুক্তিতে জমি পাল্টা দখল করতে গিয়েছিলেন।

এর জবাবে দল বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ করলেও রহস্যজনক কারণে মঞ্জুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে স্বেচ্ছাসেবক দলের এক নেতা বলেন, গত ২৬ মার্চ বালুমহাল কাণ্ডে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর পদ স্থগিত করা হয়। মঞ্জুসহ একদল নেতা-কর্মী ওই সময় এক সেনাসদস্যকে অপহরণ করে মারধর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত