নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
নোটিশপ্রাপ্ত দুজন হলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমান। নোটিশ পাওয়ার কথা স্বীকার করে মাহফুজুর রহমান বলেন, ‘আমি জমি দখল করতে যাইনি, দলের কাছে যৌক্তিক জবাব দেব।’
প্রসঙ্গত, ওই দুই যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত থাকা আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর নেতৃত্বে শতাধিক লোক গত রোববার রাত ৯টার দিকে ২৮ নম্বর ওয়ার্ডে মহানগর কলেজসংলগ্ন বিরোধ থাকা ১ একর ৪৮ শতাংশ জমি দখলচেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তখন স্থানীয়দের ধাওয়ার মুখে তাঁরা পালিয়ে যান।
জানা গেছে, ওই জমির প্রকৃত মালিক আত্মগোপনে থাকা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। জমি নিয়ে মামুনের পরিবারের সঙ্গে স্থানীয় বাসিন্দা শওকত হোসেনের আদালতে মামলা চলমান। ৫ আগস্টের পর শওকত জমি দখলে নিয়েছেন। বিএনপি নেতারা মামুনের পক্ষে অলিখিত চুক্তিতে জমি পাল্টা দখল করতে গিয়েছিলেন।
এর জবাবে দল বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ করলেও রহস্যজনক কারণে মঞ্জুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে স্বেচ্ছাসেবক দলের এক নেতা বলেন, গত ২৬ মার্চ বালুমহাল কাণ্ডে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর পদ স্থগিত করা হয়। মঞ্জুসহ একদল নেতা-কর্মী ওই সময় এক সেনাসদস্যকে অপহরণ করে মারধর করেন।
বরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
নোটিশপ্রাপ্ত দুজন হলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমান। নোটিশ পাওয়ার কথা স্বীকার করে মাহফুজুর রহমান বলেন, ‘আমি জমি দখল করতে যাইনি, দলের কাছে যৌক্তিক জবাব দেব।’
প্রসঙ্গত, ওই দুই যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত থাকা আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর নেতৃত্বে শতাধিক লোক গত রোববার রাত ৯টার দিকে ২৮ নম্বর ওয়ার্ডে মহানগর কলেজসংলগ্ন বিরোধ থাকা ১ একর ৪৮ শতাংশ জমি দখলচেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তখন স্থানীয়দের ধাওয়ার মুখে তাঁরা পালিয়ে যান।
জানা গেছে, ওই জমির প্রকৃত মালিক আত্মগোপনে থাকা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। জমি নিয়ে মামুনের পরিবারের সঙ্গে স্থানীয় বাসিন্দা শওকত হোসেনের আদালতে মামলা চলমান। ৫ আগস্টের পর শওকত জমি দখলে নিয়েছেন। বিএনপি নেতারা মামুনের পক্ষে অলিখিত চুক্তিতে জমি পাল্টা দখল করতে গিয়েছিলেন।
এর জবাবে দল বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ করলেও রহস্যজনক কারণে মঞ্জুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে স্বেচ্ছাসেবক দলের এক নেতা বলেন, গত ২৬ মার্চ বালুমহাল কাণ্ডে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর পদ স্থগিত করা হয়। মঞ্জুসহ একদল নেতা-কর্মী ওই সময় এক সেনাসদস্যকে অপহরণ করে মারধর করেন।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৭ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩২ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৭ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে