নিজস্ব প্রতিবেদক, বরিশাল
এসএসসি পরীক্ষার ফলাফল শুনে আজকাল পরীক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। হয়তো এসব শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়েছে। তাই ডোপ টেস্ট করিয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে।
আজ শনিবার বরিশালে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। মাদকাসক্তি নিরাময়ে চিকিৎসার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে নগরীর একটি রেস্তোরাঁয় এ বৈঠকের আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান নিউ লাইফ ও জাগ নারী।
বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক পরিতোষ কুমার কণ্ডু জানান, বরিশালের সব জায়গায় মাদক রয়েছে। এখানে আধুনিক মানের মাদকের চালান ঢুকে পড়েছে। বর্তমানে ইয়াবার দাপটে ফেনসিডিল, গাঁজা নিচে পড়ে গেছে। মাদকের বিস্তার এত বেড়েছে যে, এক বছর আগে যেখানে মাসে ৬০-৭০টি মামলা হতো, এখন ১৫০টির ওপরে মামলা করতে হয়। এ থেকে বোঝা যায়, বরিশালে মাদক সেবন বেড়ে গেছে।
পরিচালক পরিতোষ বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে অভিযানের আগেই অনেক সময় জেনে যায়। এর কারণ শর্ষের ভেতরেও ভূত আছে। আমরা আশা করি, এসব প্রতিবন্ধকতা দূর করে মাদক নিয়ন্ত্রণে রাখতে পারব। এখন ডোপ টেস্টের মাধ্যমে গাড়িচালক, বিসিএস পরীক্ষার্থী, প্রাথমিক শিক্ষক মাদকাসক্ত কি না, তা চিহ্নিত করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়ে সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে বক্তারা মত দেন, মাদকের বিকল্প হিসেবে যুবসমাজকে এই নগরে খেলার মাঠ ফিরিয়ে দিতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার রোধ করতে হবে। তাহলে সমাজ বাঁচবে।
বৈঠকে আয়োজকেরা জানান, দেশে প্রায় ৪০০ বেসরকারি মাদক নিরাময়কেন্দ্র রয়েছে। বরিশালে এই সংখ্যা ৮ থেকে ১০টি। এর মধ্যে মাত্র দুটিতে সঠিক চিকিৎসা হয়। বাকিগুলোতে মাদকাসক্তদের চিকিৎসার নামে যদি নির্যাতন করা হয়, তবে এর দায় অন্যরা কেন নেবে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার।
নিউ লাইফের প্রতিষ্ঠাতা মর্তুজা জুয়েলের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও উপস্থিতি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলার উপপরিচালক মো. তানভীর হোসেন খান, জাগো নারীর সম্পাদক গোপাল সরকার, বেসরকারি সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নাট্যব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সাংবাদিক মুরাদ আহমেদ, কাজী মিরাজ মাহমুদ, অপূর্ব অপু, এনজিওকর্মী খোরশেদ আলম প্রমুখ।
এসএসসি পরীক্ষার ফলাফল শুনে আজকাল পরীক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। হয়তো এসব শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়েছে। তাই ডোপ টেস্ট করিয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে।
আজ শনিবার বরিশালে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। মাদকাসক্তি নিরাময়ে চিকিৎসার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে নগরীর একটি রেস্তোরাঁয় এ বৈঠকের আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান নিউ লাইফ ও জাগ নারী।
বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক পরিতোষ কুমার কণ্ডু জানান, বরিশালের সব জায়গায় মাদক রয়েছে। এখানে আধুনিক মানের মাদকের চালান ঢুকে পড়েছে। বর্তমানে ইয়াবার দাপটে ফেনসিডিল, গাঁজা নিচে পড়ে গেছে। মাদকের বিস্তার এত বেড়েছে যে, এক বছর আগে যেখানে মাসে ৬০-৭০টি মামলা হতো, এখন ১৫০টির ওপরে মামলা করতে হয়। এ থেকে বোঝা যায়, বরিশালে মাদক সেবন বেড়ে গেছে।
পরিচালক পরিতোষ বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে অভিযানের আগেই অনেক সময় জেনে যায়। এর কারণ শর্ষের ভেতরেও ভূত আছে। আমরা আশা করি, এসব প্রতিবন্ধকতা দূর করে মাদক নিয়ন্ত্রণে রাখতে পারব। এখন ডোপ টেস্টের মাধ্যমে গাড়িচালক, বিসিএস পরীক্ষার্থী, প্রাথমিক শিক্ষক মাদকাসক্ত কি না, তা চিহ্নিত করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়ে সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে বক্তারা মত দেন, মাদকের বিকল্প হিসেবে যুবসমাজকে এই নগরে খেলার মাঠ ফিরিয়ে দিতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার রোধ করতে হবে। তাহলে সমাজ বাঁচবে।
বৈঠকে আয়োজকেরা জানান, দেশে প্রায় ৪০০ বেসরকারি মাদক নিরাময়কেন্দ্র রয়েছে। বরিশালে এই সংখ্যা ৮ থেকে ১০টি। এর মধ্যে মাত্র দুটিতে সঠিক চিকিৎসা হয়। বাকিগুলোতে মাদকাসক্তদের চিকিৎসার নামে যদি নির্যাতন করা হয়, তবে এর দায় অন্যরা কেন নেবে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার।
নিউ লাইফের প্রতিষ্ঠাতা মর্তুজা জুয়েলের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও উপস্থিতি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলার উপপরিচালক মো. তানভীর হোসেন খান, জাগো নারীর সম্পাদক গোপাল সরকার, বেসরকারি সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নাট্যব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সাংবাদিক মুরাদ আহমেদ, কাজী মিরাজ মাহমুদ, অপূর্ব অপু, এনজিওকর্মী খোরশেদ আলম প্রমুখ।
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন হতে পারে না বলে মনে করেন চারটি স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। তাঁরা নির্বাচন কমিশনকে বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
৬ মিনিট আগেরাত থেকে রাজধানীতে বজ্রসহ মুষলধারে বৃষ্টির ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ অস্থায়ী জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছে ডিএসসিসি। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
১ ঘণ্টা আগেগাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। জানা গেছে, রোববার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেভোলার তজুমদ্দিনে বজ্রপাতে মো. তাহের মাঝি (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জেলে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে