Ajker Patrika

পাথরঘাটায় জেলের জালে ১৮ কেজির তাইরাল মাছ, ৪৮ হাজার টাকায় বিক্রি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৫: ০৫
পাথরঘাটায় জেলের জালে ১৮ কেজির তাইরাল মাছ, ৪৮ হাজার টাকায় বিক্রি

বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাটে ১৮ কেজি ওজনের বিশাল আকৃতির একটি তাইরাল মাছ নিয়ে এসেছিলেন শহিদুল ইসলাম নামে এক জেলে। আজ বুধবার সকালে মাছটি খোলা ডাকে বিএফডিসি মার্কেটে ১ লাখ ৮ হাজার টাকা মণ দরে বিক্রি হয়। মাছটি কেনেন পাইকার জাকির হোসেন। 

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইন জানান, বঙ্গোপসাগরে মাছটি ধরেন জেলে শহিদুল ইসলাম। বুধবার সকালে মার্কেটের আড়তদার আ. ছালাম মিয়া মাছটির ডাক তুললে সর্বোচ্চ ডাকে পাইকার জাকির হোসেন ৪৮ হাজার ৬০০ টাকায় কিনে নেন। 

পাইকার জাকির হোসাইন বলেন, এটি বাজারে তাইরা, তাইরাল বা তাইল্যা মাছ নামে পরিচিত। জেলেদের জালে অনেক সময় ছোট ছোট তাইরাল মাছ ধরা পরলেও এত বড় আকৃতির তাইরাল মাছ খুবই কম পাওয়া যায়। মাছটি সুস্বাদু হওয়ায় এবং প্রচুর আয়োডিন সম্পন্ন হওয়ায় দামও অনেক বেশি হয়ে থাকে। ঢাকার বড় বড় হোটেল ও এয়ারপোর্টে ভিআইপি হোটেলগুলোতে এর অনেক চাহিদা রয়েছে। 

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মাছটি সচরাচর পাওয়া যায় না। এটি সামুদ্রিক মাছ। এই মাছের ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন পর্যটনকেন্দ্রসহ বিদেশে চাহিদা রয়েছে বেশ। মাছটি সুস্বাদু এবং প্রচুর আয়োডিন-সম্পন্ন হওয়ায় দামও অনেক বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত