Ajker Patrika

বিএম কলেজে ছাত্রদলের কর্মীদের হামলায় আহত ৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কলেজের মসজিদ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে সোহাগ ছাড়াও রয়েছেন সংগঠনের কর্মী ফেরদৌসি রুমি ও সাধারণ শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের প্রধান কাজী জায়েদ দাবি করেন, এ হামলার নেতৃত্ব দেন সাবেক ছাত্রলীগ কর্মী ও বর্তমান ছাত্রদল কর্মী ইয়াসিন ভূঁইয়া।

জায়েদ জানান, ইয়াসিন আগে ছাত্রলীগ করতেন। ৫ আগস্টের পর তিনি ক্যাম্পাসে ছাত্রদলের প্রশ্রয়ে নানা অপকর্ম করে আসছেন। বিভিন্ন অভিযোগের কারণে গতকাল সোমবার রাতে সাধারণ ছাত্ররা ক্যাম্পাসে ইয়াসিনকে মারধর করেছেন। এরপর রাতে ছাত্রদলের একটি পক্ষ সোহাগকে মারধরের জন্য পরিকল্পনা করে। এ নিয়ে ছাত্রদলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আলোচনা হয় বলে দাবি তাঁর।

জায়েদ আরও জানান, কলেজের উন্নয়নসংক্রান্ত ৫ দফা দাবির আন্দোলন স্থগিতের বিষয়ে আজ কলেজ প্রশাসনের সঙ্গে এক বৈঠক শেষে সোহাগ ও রুমি ক্যাম্পাস ত্যাগ করার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়।

অভিযুক্ত ইয়াসিন ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। বিএম কলেজ ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক বাবর খালেদ বলেন, ‘গতকাল রাতে ইয়াসিনকে মারধর করা হয়। এর জেরে আজ দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি।’

এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত