নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কলেজের মসজিদ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে সোহাগ ছাড়াও রয়েছেন সংগঠনের কর্মী ফেরদৌসি রুমি ও সাধারণ শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের প্রধান কাজী জায়েদ দাবি করেন, এ হামলার নেতৃত্ব দেন সাবেক ছাত্রলীগ কর্মী ও বর্তমান ছাত্রদল কর্মী ইয়াসিন ভূঁইয়া।
জায়েদ জানান, ইয়াসিন আগে ছাত্রলীগ করতেন। ৫ আগস্টের পর তিনি ক্যাম্পাসে ছাত্রদলের প্রশ্রয়ে নানা অপকর্ম করে আসছেন। বিভিন্ন অভিযোগের কারণে গতকাল সোমবার রাতে সাধারণ ছাত্ররা ক্যাম্পাসে ইয়াসিনকে মারধর করেছেন। এরপর রাতে ছাত্রদলের একটি পক্ষ সোহাগকে মারধরের জন্য পরিকল্পনা করে। এ নিয়ে ছাত্রদলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আলোচনা হয় বলে দাবি তাঁর।
জায়েদ আরও জানান, কলেজের উন্নয়নসংক্রান্ত ৫ দফা দাবির আন্দোলন স্থগিতের বিষয়ে আজ কলেজ প্রশাসনের সঙ্গে এক বৈঠক শেষে সোহাগ ও রুমি ক্যাম্পাস ত্যাগ করার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়।
অভিযুক্ত ইয়াসিন ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। বিএম কলেজ ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক বাবর খালেদ বলেন, ‘গতকাল রাতে ইয়াসিনকে মারধর করা হয়। এর জেরে আজ দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি।’
এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কলেজের মসজিদ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে সোহাগ ছাড়াও রয়েছেন সংগঠনের কর্মী ফেরদৌসি রুমি ও সাধারণ শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের প্রধান কাজী জায়েদ দাবি করেন, এ হামলার নেতৃত্ব দেন সাবেক ছাত্রলীগ কর্মী ও বর্তমান ছাত্রদল কর্মী ইয়াসিন ভূঁইয়া।
জায়েদ জানান, ইয়াসিন আগে ছাত্রলীগ করতেন। ৫ আগস্টের পর তিনি ক্যাম্পাসে ছাত্রদলের প্রশ্রয়ে নানা অপকর্ম করে আসছেন। বিভিন্ন অভিযোগের কারণে গতকাল সোমবার রাতে সাধারণ ছাত্ররা ক্যাম্পাসে ইয়াসিনকে মারধর করেছেন। এরপর রাতে ছাত্রদলের একটি পক্ষ সোহাগকে মারধরের জন্য পরিকল্পনা করে। এ নিয়ে ছাত্রদলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আলোচনা হয় বলে দাবি তাঁর।
জায়েদ আরও জানান, কলেজের উন্নয়নসংক্রান্ত ৫ দফা দাবির আন্দোলন স্থগিতের বিষয়ে আজ কলেজ প্রশাসনের সঙ্গে এক বৈঠক শেষে সোহাগ ও রুমি ক্যাম্পাস ত্যাগ করার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়।
অভিযুক্ত ইয়াসিন ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। বিএম কলেজ ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক বাবর খালেদ বলেন, ‘গতকাল রাতে ইয়াসিনকে মারধর করা হয়। এর জেরে আজ দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি।’
এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
রাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।
১০ মিনিট আগেবিদেশে পাঠানোর নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি কথিত ট্রাভেল এজেন্সির মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ (৪৫) ও লাকী আক্তার (৪০) এবং তাদের সহযোগী নাছির সিকদার (২১)।
১৫ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মো. সেলিম স্বাক্ষরিত...
১ ঘণ্টা আগে