Ajker Patrika

সালিসে ধর্ষণের বিচার, বাকিতে লাখ টাকা জরিমানা ও জুতাপেটা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সালিসে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের বিচার হয়েছে। বৈঠকে ধর্ষককে ১ লাখ টাকা জরিমানা ও ১০টি জুতাপেটা করার রায় দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যে ধর্ষক ওই পরিমাণ টাকা পরিশোধ করবেন এবং তখনই সালিসকারীরা জুতাপেটা করবেন।

ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার বরিশালের মুলাদী উপজেলার চরমালিয়া গ্রামে।

জানা গেছে, গত সোমবার বিকেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (৯) ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ইমন চৌকিদার (২৫) নামের এক ব্যক্তি। পরে শিশুটি অসুস্থ হলে স্থানীয় ওষুধের দোকানে তাকে চিকিৎসা করানো হয়। বিষয়টি জানতে পেরে একটি মহল শিশুর পরিবারকে থানা-পুলিশ করতে নিষেধ করেন।

গতকাল রাতে চরমালিয়া গ্রামের সাইদুল ব্যাপারী, দেলোয়ার ব্যাপারী, খোকন মুন্সী, সেলিম সিকদারসহ কয়েকজন মিলে সালিস বৈঠকে বসেন। বৈঠকে ইমন ধর্ষণের বিষয়টি স্বীকার করলে তাঁকে ১ লাখ টাকা জরিমানা ও জুতাপেটা করার ঘোষণা দেন তাঁরা। তাৎক্ষণিক টাকা দিতে না পারায় তাঁকে ১০ দিনের সময় দেওয়া হয় সালিস বৈঠকে।

সালিসের আয়োজক সাইদুল ব্যাপারী জানান, ধর্ষণের শিকার শিশুর পরিবার ও অভিযুক্ত ইমন চৌকিদার অনেক গরিব ও অসহায়। থানা-পুলিশ ও আদালতের ঝামেলা এড়াতে সালিস বৈঠক করে জরিমানা ও জুতাপেটা করার রায় দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. হান্নান চৌকিদার বলেন, ‘গতকাল বিকেলে ধর্ষণের শিকার শিশুর অভিভাবকেরা বিচার দাবি করেছিলেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তাঁদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে শুনেছি, সালিস বৈঠক হয়েছে, কিন্তু বিস্তারিত জানা নেই।’

জানতে চাইলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শিশুটির পরিবারের অভিযোগ পেলে দ্রুত মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত