Ajker Patrika

বাস থেকে জাটকা জব্দ, দুই সুপারভাইজারকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৮: ২৯
বাস থেকে জাটকা জব্দ, দুই সুপারভাইজারকে জরিমানা

ঝালকাঠিতে দুটি বাসে অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় দুই বাসের সুপারভাইজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের বাসন্ডা ব্রিজের ঢালে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে বাস থেকে মাছ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাসের সুপারভাইজারদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

পুলিশ জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কুয়াকাটা থেকে বেনাপোলগামী কুয়াকাটা এক্সপ্রেসের সুপারভাইজার এস এম রাহুল ও সেভেনস্টার পরিবহনের সুপারভাইজার রুবেল হাওলাদারকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘ইলিশ রক্ষায় যৌথ অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এ সময় জব্দকৃত মাছ ছয়টি এতিমখানা, একটি সরকারি শিশু পরিবার এবং উপস্থিত ছয়জন দরিদ্র রিকশাওয়ালার মধ্যে বণ্টন করা হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত