নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (সদস্য) ও তাঁর স্ত্রীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চরবাড়িয়া গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে কাউনিয়া পুলিশ।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তার রাসেল হাওলাদার (৩৯) চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও তাঁর স্ত্রীর শিরিন বেগম (৩৩)।
কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে হবিনগর গ্রাম থেকে ৪৫টি ইয়াবাসহ সাইফুল ফরাজী নামের একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছে, ওই ইয়াবা রাসেল মেম্বরের। বিক্রির জন্য তাঁকে দেওয়া হয়েছে। সাইফুলের তথ্যের ভিত্তিতে পুলিশ রাতে রাসেলের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে রাসেলের বাসায় ফ্লাক্সের ভেতর লুকিয়ে রাখা ২ হাজার ৪৯০টি ইয়াবা, মাদক বিক্রির এক লাখ তিন হাজার টাকা এবং পাঁচটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
ওসি আসাদুজ্জামান জানান, রাসেলের বিরুদ্ধে কোতোয়ালি ও কাউনিয়া থানায় মোট ২৩টি মামলা রয়েছে। তাঁর মধ্যে ১৮টি মামলা মাদক আইনে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, ইউপি সদস্য রাসেল ও তাঁর পরিবার ইয়াবা কারবারের সঙ্গে জড়িত।
বরিশাল সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (সদস্য) ও তাঁর স্ত্রীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চরবাড়িয়া গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে কাউনিয়া পুলিশ।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তার রাসেল হাওলাদার (৩৯) চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও তাঁর স্ত্রীর শিরিন বেগম (৩৩)।
কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে হবিনগর গ্রাম থেকে ৪৫টি ইয়াবাসহ সাইফুল ফরাজী নামের একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছে, ওই ইয়াবা রাসেল মেম্বরের। বিক্রির জন্য তাঁকে দেওয়া হয়েছে। সাইফুলের তথ্যের ভিত্তিতে পুলিশ রাতে রাসেলের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে রাসেলের বাসায় ফ্লাক্সের ভেতর লুকিয়ে রাখা ২ হাজার ৪৯০টি ইয়াবা, মাদক বিক্রির এক লাখ তিন হাজার টাকা এবং পাঁচটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
ওসি আসাদুজ্জামান জানান, রাসেলের বিরুদ্ধে কোতোয়ালি ও কাউনিয়া থানায় মোট ২৩টি মামলা রয়েছে। তাঁর মধ্যে ১৮টি মামলা মাদক আইনে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, ইউপি সদস্য রাসেল ও তাঁর পরিবার ইয়াবা কারবারের সঙ্গে জড়িত।
মহান মে দিবসসহ সরকারি তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভিড় করেছেন পর্যটকেরা। বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল–মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে।
৫ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের হরিরামপুরে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেআজ মে দিবস। তবে মেহেরপুরের গাংনী উপজেলার অধিকাংশ দিনমজুর জানেন না মে দিবস কী। অধিকাংশ শ্রমিক বলছেন, ‘আমরা দিবস দিয়ে কী করব, না খাটলে যখন মুখে ভাত ওঠে না। তা ছাড়া আমরা দিবস–টিবস অত বুঝি না। দিনমজুর খেটে খেতে হবে এটাই বুঝি। কাজ করলে টাকা পাব, সেই টাকা দিয়ে পরিবারের মুখে ভাত তুলে দেব, আমরা এটাই বুঝি।
২০ মিনিট আগেকুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। আজ বৃহস্পতিবার উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে