Ajker Patrika

কোটা আন্দোলনে সংঘর্ষ: বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৭: ২৩
কোটা আন্দোলনে সংঘর্ষ: বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া গ্রেপ্তার

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে কোথা থেকে কখন গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের কাছ থেকে তা জানা যায়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কের বিএডিসির সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ হামলার শিকার হন। মঙ্গলবার রাতে এ ঘটনায় নগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজিব বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেন। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৯০০ জনের বিরুদ্ধে মামলা করে। উভয় মামলায় নগর বিএনপির সদ্য মনোনীত সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে আসামি করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশালের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, সংঘর্ষের দিন বিএনপি নেতা জিয়াকে কুপিয়ে জখম করা হলে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

অ্যাডভোকেট ইমন আরও বলেন, তিনি নিশ্চিত যে, জিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছেন, গ্রেপ্তার করে ফের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, নগরের চার থানায় করা ছয় মামলায় বিএনপির অন্তত ৮৬ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আরিছুল হক আজকের পত্রিকাকে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত