আমতলী (বরগুনা) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় জুমার নামাজ শেষে ফেরার পথে গুলিতে নিহত হন অটোরিকশা চালক আমির তালুকদার। এ ঘটনায় তাঁর স্ত্রী আন্নি আক্তার গত ৪ সেপ্টেম্বর রামপুরা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সাড়ে ৩ মাস পর মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।
আজ রোববার বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে কবর থেকে মরদেহ তোলা হয়।
তালতলী উপজেলার মৌপাড়া গ্রামের মৃত আলতাফ তালুকদারের ছেলে আমির হোসেন তালুকদার ছোটবেলায় কাজের সন্ধানে ঢাকায় যান। ২০১৬ সালে মুন্সিগঞ্জের মেয়ে আন্নি আক্তারকে বিয়ে করেন তিনি। ঢাকার রামপুরা টিভি সেন্টারের পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আরমান (৬), আরিয়ান (৪) ও আমেনা (১) নামের তিনটি সন্তান রয়েছে তাঁর।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই জুমার নামাজ আদায় করতে রামপুরা মোল্লা টাওয়ার সংলগ্ন মসজিদে যান আমির। নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন তিনি। সে সময় আন্দোলনকারী ছাত্র ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। এ সময় তিনটি গুলি এসে তাঁর শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া গ্রামে বাবার কবরের পাশে দাফন করেন। এ ঘটনায় আমির তালুকদারের স্ত্রী আন্নি আক্তার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করেন।
আজ মরদেহ কবর থেকে তোলার সময় স্ত্রী আন্নি আক্তার, দুই ছেলে আরমান ও আরিয়ান, একমাত্র মেয়ে আমেনাসহ নিকট আত্মীয় এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের এসআই মাসুদ রানা।
নিহতের চাচা জাকির হোসেন তালুকদার বলেন, ‘গত ১৯ জুলাই ঢাকায় আন্দোলন চলাকালে আমার ভাতিজা আমির হোসেন তালুকদার পুলিশের গুলিতে নিহত হন। আমিন হোসেন স্ত্রী ও তিন শিশু সন্তান রেখে গেছেন।’
নিহত আমির তালুকদারের স্ত্রী ও মামলার বাদী আন্নি আক্তার বলেন, ‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমার স্বামীর মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করে পুলিশ নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমি এ ঘটনার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেছি। আমি আমার স্বামী হত্যার ন্যায় বিচার দাবি করছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই মাসুদ রানা বলেন, ‘আমির তালুকদার হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে নিহত আমির তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’
তালতলী থানার ওসি কালাম খাঁন বলেন, ‘নিহত আমির হোসেন তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পিবিআইয়ের পুলিশ এসেছে। তাঁদের সহযোগিতা করতে পুলিশ পাঠানো হয়েছে।’
বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে নিহত আমির তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারা দেশ, বরিশাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ, মরদেহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় জুমার নামাজ শেষে ফেরার পথে গুলিতে নিহত হন অটোরিকশা চালক আমির তালুকদার। এ ঘটনায় তাঁর স্ত্রী আন্নি আক্তার গত ৪ সেপ্টেম্বর রামপুরা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সাড়ে ৩ মাস পর মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।
আজ রোববার বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে কবর থেকে মরদেহ তোলা হয়।
তালতলী উপজেলার মৌপাড়া গ্রামের মৃত আলতাফ তালুকদারের ছেলে আমির হোসেন তালুকদার ছোটবেলায় কাজের সন্ধানে ঢাকায় যান। ২০১৬ সালে মুন্সিগঞ্জের মেয়ে আন্নি আক্তারকে বিয়ে করেন তিনি। ঢাকার রামপুরা টিভি সেন্টারের পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আরমান (৬), আরিয়ান (৪) ও আমেনা (১) নামের তিনটি সন্তান রয়েছে তাঁর।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই জুমার নামাজ আদায় করতে রামপুরা মোল্লা টাওয়ার সংলগ্ন মসজিদে যান আমির। নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন তিনি। সে সময় আন্দোলনকারী ছাত্র ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। এ সময় তিনটি গুলি এসে তাঁর শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া গ্রামে বাবার কবরের পাশে দাফন করেন। এ ঘটনায় আমির তালুকদারের স্ত্রী আন্নি আক্তার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করেন।
আজ মরদেহ কবর থেকে তোলার সময় স্ত্রী আন্নি আক্তার, দুই ছেলে আরমান ও আরিয়ান, একমাত্র মেয়ে আমেনাসহ নিকট আত্মীয় এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের এসআই মাসুদ রানা।
নিহতের চাচা জাকির হোসেন তালুকদার বলেন, ‘গত ১৯ জুলাই ঢাকায় আন্দোলন চলাকালে আমার ভাতিজা আমির হোসেন তালুকদার পুলিশের গুলিতে নিহত হন। আমিন হোসেন স্ত্রী ও তিন শিশু সন্তান রেখে গেছেন।’
নিহত আমির তালুকদারের স্ত্রী ও মামলার বাদী আন্নি আক্তার বলেন, ‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমার স্বামীর মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করে পুলিশ নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমি এ ঘটনার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেছি। আমি আমার স্বামী হত্যার ন্যায় বিচার দাবি করছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই মাসুদ রানা বলেন, ‘আমির তালুকদার হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে নিহত আমির তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’
তালতলী থানার ওসি কালাম খাঁন বলেন, ‘নিহত আমির হোসেন তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পিবিআইয়ের পুলিশ এসেছে। তাঁদের সহযোগিতা করতে পুলিশ পাঠানো হয়েছে।’
বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে নিহত আমির তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারা দেশ, বরিশাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ, মরদেহ
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ বিভিন্ন দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ১০ দিন ধরে আন্দোলন করছেন। ২৮ এপ্রিল থেকে এ আন্দোলন চলছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের এই কেন্দ্রে প্রায় ১ হাজার ৮০০ কর্মী কর্মরত।
৩ মিনিট আগেচেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের বিরুদ্ধে আওয়ামী সমর্থকদের নিয়ে পথসভা করার অভিযোগ তুলেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতারা। আজ বুধবার উপজেলা ও পৌর বিএনপির এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তাঁরা।
৭ মিনিট আগেকুষ্টিয়ায় নারী চিকিৎসক ও তাঁর স্বামীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী চিকিৎসক শারমিন সুলতানার স্বামী মুহাম্মদ মাসুদ রানা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় তিনজন নারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে।
৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলা গোসিঙ্গা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে