আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে এক কিশোর (১২) গুরুতর আহত হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই কিশোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে নিজ বাড়ির আঙিনায় পটকা তৈরি করছিল ওই কিশোর। একপর্যায়ে বারুদের বিস্ফোরণে তার বাম হাতের কবজি ও আঙুলের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের আগৈলঝাড়ায় পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে এক কিশোর (১২) গুরুতর আহত হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই কিশোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে নিজ বাড়ির আঙিনায় পটকা তৈরি করছিল ওই কিশোর। একপর্যায়ে বারুদের বিস্ফোরণে তার বাম হাতের কবজি ও আঙুলের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৬ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১২ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৭ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪০ মিনিট আগে