Ajker Patrika

বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ৪ জামায়াত কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৬: ৪৭
বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ৪ জামায়াত কর্মী গ্রেপ্তার

বরিশালে মিছিলের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামীর চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে নগরীর বটতলা এলাকায় রাজু মিয়ার পুল থেকে মিছিল প্রস্তুতির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার কর্মীরা হলেন নগরীর কাউনিয়া হাউজিং এলাকার সুলতান হাওলাদার (৪০), রূপাতলী শেরেবাংলা সড়কের মো. মিজানুর রহমান সালাম (৬৫), সোনা মিয়ার পুল এলাকার নাছির উদ্দিন (৪০) ও বন্দর থানার চরপত্তনিয়া গ্রামের আল মুঈন (১৯)। 

মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম জানান, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা পড়তে না দেওয়া এবং দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা নগরীর বটতলা এলাকা থেকে মিছিল শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ এসে ধাওয়া দিয়ে ব্যানার নিয়ে যায় এবং তাঁদের চার কর্মীকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন বলেন, জামায়াত মিছিল করার অনুমতি নেয়নি। খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে জামায়াত নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত