নিজস্ব প্রতিবেদক, বরিশাল
অবশেষে খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। ১৬ কোটি টাকায় নির্মিত চারতলা নতুন হলটিতে এক বছর ধরে অজুহাত দেখিয়ে ছাত্রীদের উঠতে দেয়নি কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিকেলেই নোটিশ সাঁটিয়ে হল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
গতকাল আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ায় ক্যাম্পাসে তোলপাড় ঘটে। ছাত্রীরাও আন্দোলনের প্রস্তুতি নেন। ওই দিনই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান স্বাক্ষরিত এক নোটিশে হল খুলে দিয়ে সুযোগ পাওয়া ২৩২ ছাত্রীর নামের তালিকাও ঝুলিয়ে দেওয়া হয়। যদিও হলটিতে ডাবলিং করে প্রায় ৬০০ ছাত্রী থাকার সুযোগ রয়েছে।
এদিকে হঠাৎ হল খুলে দেওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ব্যাপক উচ্ছ্বসিত। আজ বুধবার সকালে ববি ক্যাম্পাসের উত্তরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে গিয়ে দেখা যায়, ছাত্রীরা এরই মধ্যে হলে আসা শুরু করেছেন। অনেকে ভর্তি রসিদ কাটছেন। অনেকে আবার হলে মালামাল রেখে যাচ্ছেন। হলের সামনের রাস্তায় লাইটিং সচল করা হয়েছে। প্রভোস্ট, স্টাফ ও দারোয়ান হলের কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। ছাত্রীনিবাসটির ২,৩ এ ৪ তলা পর্যন্ত ছাত্রীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। মিল চালুর জন্য চলছে ডাইনিং প্রস্তুত করার কাজ।
ওই হলের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী আনিকা তাবাসসুম আয়শা বলেন, ‘হলে সিটের অনেক প্রয়োজন ছিল। কোনো কারণ ছাড়াই প্রায় ৬০০ ছাত্রীকে হলে জায়গা দেওয়া হয়নি। তবে হল চালু হওয়ায় আমরা সন্তুষ্ট।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েক ছাত্রী বলেন, ‘হঠাৎ এভাবে হল খুলে দেবে, স্বপ্নেও ভাবিনি। হল খুলে দেওয়ায় খুবই ভালো লাগছে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকালই হলটি খুলে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। মেয়েরা চাইলে এখন থেকে যেকোনো সময় হলে উঠতে পারবে। টাকা দিয়ে রসিদ কেটে যাচ্ছে তারা। মৌখিক পরীক্ষায় ২৩২ জনকে সুযোগ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর শেষ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের চার বছরের মেয়াদ। শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীকে দিয়ে হলটি উদ্বোধনের আশায় নতুন এ ছাত্রীনিবাসটি খুলে দেননি তিনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে সমালোচনা চলছিল।
অবশেষে খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। ১৬ কোটি টাকায় নির্মিত চারতলা নতুন হলটিতে এক বছর ধরে অজুহাত দেখিয়ে ছাত্রীদের উঠতে দেয়নি কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিকেলেই নোটিশ সাঁটিয়ে হল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
গতকাল আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ায় ক্যাম্পাসে তোলপাড় ঘটে। ছাত্রীরাও আন্দোলনের প্রস্তুতি নেন। ওই দিনই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান স্বাক্ষরিত এক নোটিশে হল খুলে দিয়ে সুযোগ পাওয়া ২৩২ ছাত্রীর নামের তালিকাও ঝুলিয়ে দেওয়া হয়। যদিও হলটিতে ডাবলিং করে প্রায় ৬০০ ছাত্রী থাকার সুযোগ রয়েছে।
এদিকে হঠাৎ হল খুলে দেওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ব্যাপক উচ্ছ্বসিত। আজ বুধবার সকালে ববি ক্যাম্পাসের উত্তরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে গিয়ে দেখা যায়, ছাত্রীরা এরই মধ্যে হলে আসা শুরু করেছেন। অনেকে ভর্তি রসিদ কাটছেন। অনেকে আবার হলে মালামাল রেখে যাচ্ছেন। হলের সামনের রাস্তায় লাইটিং সচল করা হয়েছে। প্রভোস্ট, স্টাফ ও দারোয়ান হলের কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। ছাত্রীনিবাসটির ২,৩ এ ৪ তলা পর্যন্ত ছাত্রীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। মিল চালুর জন্য চলছে ডাইনিং প্রস্তুত করার কাজ।
ওই হলের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী আনিকা তাবাসসুম আয়শা বলেন, ‘হলে সিটের অনেক প্রয়োজন ছিল। কোনো কারণ ছাড়াই প্রায় ৬০০ ছাত্রীকে হলে জায়গা দেওয়া হয়নি। তবে হল চালু হওয়ায় আমরা সন্তুষ্ট।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েক ছাত্রী বলেন, ‘হঠাৎ এভাবে হল খুলে দেবে, স্বপ্নেও ভাবিনি। হল খুলে দেওয়ায় খুবই ভালো লাগছে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকালই হলটি খুলে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। মেয়েরা চাইলে এখন থেকে যেকোনো সময় হলে উঠতে পারবে। টাকা দিয়ে রসিদ কেটে যাচ্ছে তারা। মৌখিক পরীক্ষায় ২৩২ জনকে সুযোগ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর শেষ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের চার বছরের মেয়াদ। শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীকে দিয়ে হলটি উদ্বোধনের আশায় নতুন এ ছাত্রীনিবাসটি খুলে দেননি তিনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে সমালোচনা চলছিল।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে