মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা শিক্ষার্থীরা হলো—মো. রায়হানুল ইসলাম ও আঁখি আক্তার। দুজনই ওই বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ও নাসিবা বলে, ক্লাস চলাকালীন একটি ফ্যান খুলে পড়ে যায়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন বলেন, আজ সোমবার দুপুর ১২টার দিকে দশম শ্রেণিতে মানবিক বিভাগের ইতিহাস বিষয়ের ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের একটি ফ্যান খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত রায়হানুল ইসলামকে পার্শ্ববর্তী মহিষ কাটা বাজারে চিকিৎসক শাহ আলম মিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। তার মাথায় পাঁচটি সেলাই লেগেছে। আহত অপর শিক্ষার্থী আঁখি আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ে একটি পুরোনো ভবনে শ্রেণিকক্ষের কার্যক্রম চলে। এ ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। পাশেই আরেকটি নতুন ভবনের কাজ চলমান রয়েছে। নতুন ভবনের নির্মাণকাজ অর্থ বছর শেষ হয়ে গেলেও ঠিকাদার কাজটি করছেন না। যার ফলে শ্রেণিকক্ষের সংকট রয়েছে।
ঠিকাদার মো. সেলিম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে যেটুকু কাজ করা হয়েছে, সেই কাজের তুলনায় অফিস থেকে আমাকে কম টাকা দেওয়া হয়েছে। এ জন্য কাজটি সম্পূর্ণ করতে দেরি হচ্ছে।’
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা শিক্ষার্থীরা হলো—মো. রায়হানুল ইসলাম ও আঁখি আক্তার। দুজনই ওই বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ও নাসিবা বলে, ক্লাস চলাকালীন একটি ফ্যান খুলে পড়ে যায়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন বলেন, আজ সোমবার দুপুর ১২টার দিকে দশম শ্রেণিতে মানবিক বিভাগের ইতিহাস বিষয়ের ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের একটি ফ্যান খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত রায়হানুল ইসলামকে পার্শ্ববর্তী মহিষ কাটা বাজারে চিকিৎসক শাহ আলম মিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। তার মাথায় পাঁচটি সেলাই লেগেছে। আহত অপর শিক্ষার্থী আঁখি আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ে একটি পুরোনো ভবনে শ্রেণিকক্ষের কার্যক্রম চলে। এ ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। পাশেই আরেকটি নতুন ভবনের কাজ চলমান রয়েছে। নতুন ভবনের নির্মাণকাজ অর্থ বছর শেষ হয়ে গেলেও ঠিকাদার কাজটি করছেন না। যার ফলে শ্রেণিকক্ষের সংকট রয়েছে।
ঠিকাদার মো. সেলিম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে যেটুকু কাজ করা হয়েছে, সেই কাজের তুলনায় অফিস থেকে আমাকে কম টাকা দেওয়া হয়েছে। এ জন্য কাজটি সম্পূর্ণ করতে দেরি হচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৭ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে