Ajker Patrika

শ্রেণিকক্ষে ফ্যান খুলে মাথায়, ২ শিক্ষার্থী জখম

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
শ্রেণিকক্ষে ফ্যান খুলে মাথায়, ২ শিক্ষার্থী জখম

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা শিক্ষার্থীরা হলো—মো. রায়হানুল ইসলাম ও আঁখি আক্তার। দুজনই ওই বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ও নাসিবা বলে, ক্লাস চলাকালীন একটি ফ্যান খুলে পড়ে যায়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন বলেন, আজ সোমবার দুপুর ১২টার দিকে দশম শ্রেণিতে মানবিক বিভাগের ইতিহাস বিষয়ের ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের একটি ফ্যান খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত রায়হানুল ইসলামকে পার্শ্ববর্তী মহিষ কাটা বাজারে চিকিৎসক শাহ আলম মিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। তার মাথায় পাঁচটি সেলাই লেগেছে। আহত অপর শিক্ষার্থী আঁখি আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ে একটি পুরোনো ভবনে শ্রেণিকক্ষের কার্যক্রম চলে। এ ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। পাশেই আরেকটি নতুন ভবনের কাজ চলমান রয়েছে। নতুন ভবনের নির্মাণকাজ অর্থ বছর শেষ হয়ে গেলেও ঠিকাদার কাজটি করছেন না। যার ফলে শ্রেণিকক্ষের সংকট রয়েছে।

ঠিকাদার মো. সেলিম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে যেটুকু কাজ করা হয়েছে, সেই কাজের তুলনায় অফিস থেকে আমাকে কম টাকা দেওয়া হয়েছে। এ জন্য কাজটি সম্পূর্ণ করতে দেরি হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত