Ajker Patrika

উৎসাহ-উদ্দীপনায় বরিশালে ঈদুল ফিতর উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮: ২৭
বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া নগরীতে জেলা পুলিশ লাইনস জামে মসজিদ, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদ, গির্জা মহল্লার জামে কসাই মসজিদসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়।

নামাজ আদায় শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। ছবি: আজকের পত্রিকা
নামাজ আদায় শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। ছবি: আজকের পত্রিকা

হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানের জামাতে বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন নামাজ আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধারা।

ঈদ জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নামাজ-পরবর্তী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কার্গো ভিলেজে আগুন: বিমানবন্দরের ভল্ট ভেঙে চুরি হলো ৭ আগ্নেয়াস্ত্র

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

বিচার বিভাগ: পদোন্নতির প্যানেলে ১১ শতাধিক কর্মকর্তা

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

এলাকার খবর
Loading...