Ajker Patrika

আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলা, কনের চাচার মৃত্যুর ঘটনায় মামলা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলা, কনের চাচার মৃত্যুর ঘটনায় মামলা

বরিশালের আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলায় কনের চাচার মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে আজ বুধবার সকালে থানায় মামলা করেন।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের সেলিম সরদার (৩৬) গত ২৭ অক্টোবর ভাতিজির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। বিয়ের অনুষ্ঠান ও আতিথেয়তা শেষে বিকেলে বর-কনেকে বিদায় দেওয়ার সময় কনের মামা হৃদয়ের সঙ্গে বরের কথা-কাটাকাটি হয়।

ওসি (তদন্ত) বলেন, এ সময় কনের মামা বরকে থাপ্পড় মারেন। এ নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হলে কনের চাচা সেলিম সরদারসহ দুজন হৃদয় সরদারকে থামানোর চেষ্টা করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে কাঠ দিয়ে সেলিম সরদারকে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ অক্টোবর ভোরে তিনি মারা যান।

মাজহারুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় নিহত সেলিম সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে আজ বুধবার সকালে থানায় মামলা করেন। মামলায় হৃদয়কে প্রধান আসামি করা হয়। তা ছাড়া পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত