Ajker Patrika

আমতলীতে বর ও কনের বাড়িতে শোকের মাতম

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২৪, ২০: ৫৭
আমতলীতে বর ও কনের বাড়িতে শোকের মাতম

বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে বিয়ের কনেপক্ষের নয়জনের মৃত্যুর ঘটনায় বর ও কনের বাড়িতে শোকের মাতম চলছে। আজ শনিবার দুপুরে লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস ও অটোগাড়ি চাওড়া নদীতে পড়ে গেলে কনেপক্ষের নয়জন যাত্রী নিহত হন।

আমতলী উপজেলার কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তর তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ মনিরের মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকার বাসিন্দা সেলিম মাহমুদের ছেলে ডা. সোহাগের বিয়ে হয়। গতকাল শুক্রবার কনেকে বরের বাড়ি তুলে আনা হয়। আজ শনিবার মেয়েপক্ষের লোকজন বরের বাড়িতে যাচ্ছিল। পথে হলদিয়া ব্রিজ ভেঙে গাড়ি নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন বলেন, তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চালায়। ততক্ষণে মাইক্রোবাসে থাকা কনেপক্ষের ৯ যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে রুকাইয়াত ইসলাম ও জাকিয়ার বাড়ি উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে। নিহত সাতজনের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কোকরারচর গ্রামে। তাঁরা সবাই কনে হুমায়রার মামাবাড়ির আত্মীয়।

এ ঘটনায় বর ডা. সোহাগ ও কনে হুমায়রার বাড়িতে শোকের মাতম বইছে। আজ শনিবার সন্ধ্যায় সরেজমিন সোহাগের বাড়ি গিয়ে দেখা গেছে, বাড়িজুড়ে কান্নার রোল। মেহমানদের জন্য পাতিল ভরা খাবার। কিন্তু সেই খাবার খাওয়ার লোক নেই। কনের বাড়িতেও বইছে কান্নার মাতম।

বরের বাবা কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মাহমুদ বলেন, ‘ঘটনা নিয়ে কিছু বলার ভাষা নেই। কনেপক্ষের লোকজনের জন্য সব আয়োজন ছিল। কিন্তু সবকিছু ভেস্তে গেল।’

কনের বাবা মাসুম বিল্লাহ মনির বলেন, ‘আমার কিছুই বলার নেই। আমি শ্বশুরবাড়ির মানুষকে কী জবাব দেব? আল্লায় কেন আমার ওপর এত বড় বিপদ দিলেন?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত