নিজস্ব প্রতিবেদক, বরিশাল
চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ব্যবসায়ী নেতা মো. নিজাম উদ্দিন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি ইসলামী আন্দোলনে যোগ দেন। ২০০৯ সালে আওয়ামী লীগের শাসনামলের শুরু থেকে তিনি বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি।
ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের সদস্য মো. শরিয়ত উল্লাহ আজকের পত্রিকাকে তাঁর ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজাম উদ্দিন দলের সদস্য ফরম পূরণ করেন। এ সময় দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের কাছে ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। আগে থেকেই নিজাম উদ্দিনের ইসলামী আন্দোলনের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে জানান তিনি।
জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর তৎকালীন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শওকত হোসেন হিরণের সান্নিধ্যে ছিলেন নিজাম উদ্দিন। হিরণ তাঁর অনুগত ব্যবসায়ীদের নিয়ে মেট্রোপলিটন চেম্বার গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির বিনা ভোটের সভাপতি নিজাম। ঢাকা-বরিশাল রুটে একাধিক লঞ্চ ‘অ্যাডভেঞ্চার’, ঠিকাদারি কাজ ছাড়াও মহাসড়কে বিভিন্ন সেতুর টোল ইজারাদার তিনি। আওয়ামী লীগ আমলে তিনি বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন না। ব্যবসায়ী নেতা হিসেবে ক্ষমতাসীন দলের সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা প্রয়োজন, ততটুকুই ছিল। তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসার সেবা করে আসছেন। চরমোনাই পীরের পরিবারের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। সেই সুবাদে আজ ইসলামী আন্দোলনের প্রাথমিক সদস্যপদ নিয়েছেন।
চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ব্যবসায়ী নেতা মো. নিজাম উদ্দিন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি ইসলামী আন্দোলনে যোগ দেন। ২০০৯ সালে আওয়ামী লীগের শাসনামলের শুরু থেকে তিনি বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি।
ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের সদস্য মো. শরিয়ত উল্লাহ আজকের পত্রিকাকে তাঁর ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজাম উদ্দিন দলের সদস্য ফরম পূরণ করেন। এ সময় দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের কাছে ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। আগে থেকেই নিজাম উদ্দিনের ইসলামী আন্দোলনের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে জানান তিনি।
জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর তৎকালীন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শওকত হোসেন হিরণের সান্নিধ্যে ছিলেন নিজাম উদ্দিন। হিরণ তাঁর অনুগত ব্যবসায়ীদের নিয়ে মেট্রোপলিটন চেম্বার গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির বিনা ভোটের সভাপতি নিজাম। ঢাকা-বরিশাল রুটে একাধিক লঞ্চ ‘অ্যাডভেঞ্চার’, ঠিকাদারি কাজ ছাড়াও মহাসড়কে বিভিন্ন সেতুর টোল ইজারাদার তিনি। আওয়ামী লীগ আমলে তিনি বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন না। ব্যবসায়ী নেতা হিসেবে ক্ষমতাসীন দলের সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা প্রয়োজন, ততটুকুই ছিল। তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসার সেবা করে আসছেন। চরমোনাই পীরের পরিবারের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। সেই সুবাদে আজ ইসলামী আন্দোলনের প্রাথমিক সদস্যপদ নিয়েছেন।
গোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
৩ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৩৪ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
১ ঘণ্টা আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগে