Ajker Patrika

শেবাচিমে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের ভাঙচুর

প্রতিনিধি, বরিশাল
শেবাচিমে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের ভাঙচুর

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে মনিরুজ্জামান (৪০) নামক এক রোগীর মৃত্যুতে স্বজনরা উত্তেজিত হয়ে আইসিইউতে হামলা করেছে। একটি ভেন্টিলেটর মেশিন ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন ভাঙচুরের চেষ্টা চালায় তাঁরা। আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। এতে ভেন্টিলেটর মেশিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

মৃত মনিরুজ্জামান তালুকদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৃত গোলাম কবির তালুকদারের ছেলে।

নিহতের ভাই হাফিজুর রহমান জানান, শ্বাসকষ্ট থাকায় গত ১০ জুলাই রাতে মনিরুজ্জামানকে বরিশাল শেবাচিমে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আগে একদিন তিনি পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বরিশাল মেডিকেলে আনার পর মনিরুজ্জামানের করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হলেও এখন পর্যন্ত রিপোর্ট পাননি। মনিরুজ্জামানের করোনার উপসর্গ ও শ্বাসকষ্ট থাকায় দুই দিন আগে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

হাফিজুর রহমান অভিযোগ করেন, আইসিইউ’র ভেন্টিলেটরে প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছিলেন না তাঁর ভাই। এতে তাঁর শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। গতকাল দুপুরের পর তিনবার গরম বাতাস বের হওয়ায় নার্সদের জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি। বিকেল ৩টা ২০ মিনিটে মনিরুজ্জামান মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মনিরুজ্জামানের মৃত্যুর পর তাঁর স্বজনরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন এবং তাঁদের সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে ভেন্টিলেটর মেশিন ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন ভাঙচুরের চেষ্টা চালান স্বজনরা।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ. এম সাইফুল ইসলাম বলেন, আইসিইউতে এক রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনরা উত্তেজিত হয়ে একটি ভেন্টিলেটর মেশিনের ওপর আঘাত করলে সেটায় ত্রুটি দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

এব্যপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বলেন, পুলিশ রোগীর চারজন স্বজনকে আটক করা হয়েছিল। তাঁরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। মরদেহ নিয়ে স্বজনরা হাসপাতাল ত্যাগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত