Ajker Patrika

ভোটকেন্দ্র দখল, জাতীয় পার্টির নেতা টিপু কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গোলাম কিবরিয়া টিপু। ছবি: সংগৃহীত
গোলাম কিবরিয়া টিপু। ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্র দখলের মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বরিশাল–৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার তিনি বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তানভীর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

আদালতের জিআরও খাদিজা বেগম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ নভেম্বর জেলার বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে সাবেক এমপি টিপুসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

জিআরও খাদিজা বেগম জানান, আজ মামলার আসামি হিসেবে সাবেক এমপি টিপু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। আদালত আগামী ১০ ডিসেম্বর জামিন ও রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য করা হয়।

এদিকে বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর আত্মসমর্পণের খবর পেয়ে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত