রাশেদ নিজাম, বরিশাল থেকে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে যখন মানুষ দুবেলা খেতে পারছে না বিদ্যুতের অভাবে। গ্যাসের অভাবে দুবেলা রান্না করতে পারছে না। এমন সংকটময় সময়ে দেশ। আ. লীগ বলে খেলা হবে। তারা জনগণের কথা চিন্তা না করে বলে খেলা হবে। কার সাথে খেলব। আ. লীগ থার্ড ডিভিশন টিম, বিএনপি ফার্স্ট ডিভিশন টিম। দুই দলের খেলা হতে পারে?’
আজ শনিবার বরিশালে বিএনপির গণসমাবেশে বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘শেখ হাসিনা কী বলে, মন্ত্রীরা কী বলে, এগুলোর উত্তর দেই না। ওগুলোর উত্তর দিলে আমরা যা করছি তা ব্যাহত হয়ে যাবে। ওরা চায় আরা অন্যদিকে মনোযোগ দেই। বিচার বিভাগ, পুলিশ, র্যাব, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করেছে, করছে। খেলতে হলে পদত্যাগ করতে হবে। সংসদ বাতিল করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা ছাড়তে হবে। তারপর দ্বিতীয় ডিভিশনে আসবেন। আগে ক্ষমতা ছেড়ে মাঠে আসুন তখন খেলা হবে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আন্দোলনকে বিপ্লবে পরিণত করেছে বরিশালবাসী। সব বন্ধ করায় আমাদের উপকার হয়েছে। আগামী দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে কোনো পরিবহনের প্রয়োজন হবে না।’
বিএনপির কেন্দ্রীয় নেতা খসরু বলেন, ‘দেশ চুরির কী হবে। ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও তাঁর দলের লোকজন। দেশকে পঙ্গু করে ফেলেছে। এলসি খুলতে পারছে না। জ্বালানি কিনতে পারছে না। তাঁর নাকি টাকা নাই। কিন্তু ভোট চুরির মেশিন ইভিএম কেনার টাকা আছে। সুইজারল্যান্ডে, দুবাইতে সারা বিশ্বে তাদের টাকা আছে। ঘুষ দিয়েও মানুষ কাজ করতে পারছে না। শিখেছে উন্নয়নের রচনা, আসছে দুর্ভিক্ষ। শেখ হাসিনা আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। নকল করেও পাস করতে পারবেন না। ভোট চুরি করে ক্ষমতায় গেছেন। আর সুযোগ নাই।’
বিএনপি নেতা খসরু মাহমুদ আরও বলেন, ‘বেগম জিয়াকে জেলে পাঠাবেন। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে নাগরিকদের ব্ল্যাকমেল করছেন। আগামী দিনে আপনার জন্য দুঃসংবাদ আছে। বেগম জিয়াকে ব্ল্যাকমেল করে লাভ হবে না। তারেক–জোবায়দাকে মামলা দিয়ে লাভ হবে না। রক্ষা পাওয়ার সুযোগ নাই। সবকিছুর মূলে ভোট চুরি। আগামী দিনে ভোট চোরদের রুখতে হবে। আমরা আগামী দিনে আরও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। জীবন দিয়েও দেশকে মুক্ত করব। খালেদা জিয়াকে মুক্ত করব।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে যখন মানুষ দুবেলা খেতে পারছে না বিদ্যুতের অভাবে। গ্যাসের অভাবে দুবেলা রান্না করতে পারছে না। এমন সংকটময় সময়ে দেশ। আ. লীগ বলে খেলা হবে। তারা জনগণের কথা চিন্তা না করে বলে খেলা হবে। কার সাথে খেলব। আ. লীগ থার্ড ডিভিশন টিম, বিএনপি ফার্স্ট ডিভিশন টিম। দুই দলের খেলা হতে পারে?’
আজ শনিবার বরিশালে বিএনপির গণসমাবেশে বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘শেখ হাসিনা কী বলে, মন্ত্রীরা কী বলে, এগুলোর উত্তর দেই না। ওগুলোর উত্তর দিলে আমরা যা করছি তা ব্যাহত হয়ে যাবে। ওরা চায় আরা অন্যদিকে মনোযোগ দেই। বিচার বিভাগ, পুলিশ, র্যাব, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করেছে, করছে। খেলতে হলে পদত্যাগ করতে হবে। সংসদ বাতিল করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা ছাড়তে হবে। তারপর দ্বিতীয় ডিভিশনে আসবেন। আগে ক্ষমতা ছেড়ে মাঠে আসুন তখন খেলা হবে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আন্দোলনকে বিপ্লবে পরিণত করেছে বরিশালবাসী। সব বন্ধ করায় আমাদের উপকার হয়েছে। আগামী দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে কোনো পরিবহনের প্রয়োজন হবে না।’
বিএনপির কেন্দ্রীয় নেতা খসরু বলেন, ‘দেশ চুরির কী হবে। ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও তাঁর দলের লোকজন। দেশকে পঙ্গু করে ফেলেছে। এলসি খুলতে পারছে না। জ্বালানি কিনতে পারছে না। তাঁর নাকি টাকা নাই। কিন্তু ভোট চুরির মেশিন ইভিএম কেনার টাকা আছে। সুইজারল্যান্ডে, দুবাইতে সারা বিশ্বে তাদের টাকা আছে। ঘুষ দিয়েও মানুষ কাজ করতে পারছে না। শিখেছে উন্নয়নের রচনা, আসছে দুর্ভিক্ষ। শেখ হাসিনা আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। নকল করেও পাস করতে পারবেন না। ভোট চুরি করে ক্ষমতায় গেছেন। আর সুযোগ নাই।’
বিএনপি নেতা খসরু মাহমুদ আরও বলেন, ‘বেগম জিয়াকে জেলে পাঠাবেন। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে নাগরিকদের ব্ল্যাকমেল করছেন। আগামী দিনে আপনার জন্য দুঃসংবাদ আছে। বেগম জিয়াকে ব্ল্যাকমেল করে লাভ হবে না। তারেক–জোবায়দাকে মামলা দিয়ে লাভ হবে না। রক্ষা পাওয়ার সুযোগ নাই। সবকিছুর মূলে ভোট চুরি। আগামী দিনে ভোট চোরদের রুখতে হবে। আমরা আগামী দিনে আরও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। জীবন দিয়েও দেশকে মুক্ত করব। খালেদা জিয়াকে মুক্ত করব।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে