Ajker Patrika

নিজস্ব শিক্ষক ছাড়াই যাত্রা ববির সমাজকর্ম বিভাগের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব শিক্ষক ছাড়াই যাত্রা ববির সমাজকর্ম বিভাগের

নিজস্ব শিক্ষক ছাড়াই যাত্রা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আলোচিত সমাজকর্ম বিভাগের। লাইব্রেরি ভবনের পাঠকক্ষে আপাতত ভর্তি হওয়া ২৪ শিক্ষার্থীর পাঠদান হবে। এই জন্য সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১ জন শিক্ষককে খণ্ডকালীন হিসেবে নেওয়া হয়েছে।

সমাজকর্ম বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আজ মঙ্গলবার পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন। এতে সভাপতিত্ব করেন সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও নতুন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অসীম কুমার নন্দী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ বদরুজ্জামান ভুয়া।

ট্রেজারার আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রা হলেও সমাজকর্ম বিভাগে এখনো কোনো শিক্ষক দেওয়া যায়নি। অন্য বিভাগের একজন শিক্ষককে চেয়ারম্যান করে এগোচ্ছে।’ ক্লাস রুম প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যানেজ করা হয়েছে।’

ট্রেজারার আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে হবে। কিন্তু ববিকে সেরকম করার ক্ষেত্রে অনেক ঘাটতি আছে।’

সমাজকর্ম বিভাগের একমাত্র শিক্ষক (খণ্ডকালীন) প্রভাষক ফারজানা আফরোজ আজকের পত্রিকাকে জানান, তিনি খণ্ডকালীন হিসেবে এই বিভাগের একটি কোর্স নেবেন। নতুন শিক্ষাবর্ষে ২৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ বিভাগের কোনো শিক্ষক এখনো নেই। তাদের ক্লাস রুম দেওয়া হয়েছে লাইব্রেরিতে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও ছাত্র জানান, ববির ২৪টি বিভাগে শ্রেণিকক্ষ সংকট তীব্র। মাঠেই ক্লাস হচ্ছে অনেক বিভাগের। এমন সংকট সত্ত্বেও নতুন করে সমাজকর্ম বিভাগ চালু করায় ওই ২৪ শিক্ষার্থী কী শিখবে, কোথায় বসবে? অথচ এই বিভাগের শিক্ষক নেই একজনও। ভর্তির পছন্দপত্রে বিভাগটি ছিল না। উপাচার্য সমাজকর্ম বিভাগের শিক্ষক হওয়ায় তাঁর ইচ্ছায়ই জোড়াতালি দিয়ে বিভাগটি চালু করায় পাঠদান নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘শুধু শ্রেণিকক্ষ নয়, শিক্ষক-কর্মকর্তাদের কক্ষেরও সংকট। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়েই সমাজকর্ম বিভাগ চালু করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত