নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব শিক্ষক ছাড়াই যাত্রা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আলোচিত সমাজকর্ম বিভাগের। লাইব্রেরি ভবনের পাঠকক্ষে আপাতত ভর্তি হওয়া ২৪ শিক্ষার্থীর পাঠদান হবে। এই জন্য সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১ জন শিক্ষককে খণ্ডকালীন হিসেবে নেওয়া হয়েছে।
সমাজকর্ম বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আজ মঙ্গলবার পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন। এতে সভাপতিত্ব করেন সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও নতুন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অসীম কুমার নন্দী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ বদরুজ্জামান ভুয়া।
ট্রেজারার আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রা হলেও সমাজকর্ম বিভাগে এখনো কোনো শিক্ষক দেওয়া যায়নি। অন্য বিভাগের একজন শিক্ষককে চেয়ারম্যান করে এগোচ্ছে।’ ক্লাস রুম প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যানেজ করা হয়েছে।’
ট্রেজারার আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে হবে। কিন্তু ববিকে সেরকম করার ক্ষেত্রে অনেক ঘাটতি আছে।’
সমাজকর্ম বিভাগের একমাত্র শিক্ষক (খণ্ডকালীন) প্রভাষক ফারজানা আফরোজ আজকের পত্রিকাকে জানান, তিনি খণ্ডকালীন হিসেবে এই বিভাগের একটি কোর্স নেবেন। নতুন শিক্ষাবর্ষে ২৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ বিভাগের কোনো শিক্ষক এখনো নেই। তাদের ক্লাস রুম দেওয়া হয়েছে লাইব্রেরিতে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও ছাত্র জানান, ববির ২৪টি বিভাগে শ্রেণিকক্ষ সংকট তীব্র। মাঠেই ক্লাস হচ্ছে অনেক বিভাগের। এমন সংকট সত্ত্বেও নতুন করে সমাজকর্ম বিভাগ চালু করায় ওই ২৪ শিক্ষার্থী কী শিখবে, কোথায় বসবে? অথচ এই বিভাগের শিক্ষক নেই একজনও। ভর্তির পছন্দপত্রে বিভাগটি ছিল না। উপাচার্য সমাজকর্ম বিভাগের শিক্ষক হওয়ায় তাঁর ইচ্ছায়ই জোড়াতালি দিয়ে বিভাগটি চালু করায় পাঠদান নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘শুধু শ্রেণিকক্ষ নয়, শিক্ষক-কর্মকর্তাদের কক্ষেরও সংকট। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়েই সমাজকর্ম বিভাগ চালু করা হয়েছে।’
নিজস্ব শিক্ষক ছাড়াই যাত্রা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আলোচিত সমাজকর্ম বিভাগের। লাইব্রেরি ভবনের পাঠকক্ষে আপাতত ভর্তি হওয়া ২৪ শিক্ষার্থীর পাঠদান হবে। এই জন্য সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১ জন শিক্ষককে খণ্ডকালীন হিসেবে নেওয়া হয়েছে।
সমাজকর্ম বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আজ মঙ্গলবার পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন। এতে সভাপতিত্ব করেন সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও নতুন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অসীম কুমার নন্দী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ বদরুজ্জামান ভুয়া।
ট্রেজারার আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রা হলেও সমাজকর্ম বিভাগে এখনো কোনো শিক্ষক দেওয়া যায়নি। অন্য বিভাগের একজন শিক্ষককে চেয়ারম্যান করে এগোচ্ছে।’ ক্লাস রুম প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যানেজ করা হয়েছে।’
ট্রেজারার আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে হবে। কিন্তু ববিকে সেরকম করার ক্ষেত্রে অনেক ঘাটতি আছে।’
সমাজকর্ম বিভাগের একমাত্র শিক্ষক (খণ্ডকালীন) প্রভাষক ফারজানা আফরোজ আজকের পত্রিকাকে জানান, তিনি খণ্ডকালীন হিসেবে এই বিভাগের একটি কোর্স নেবেন। নতুন শিক্ষাবর্ষে ২৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ বিভাগের কোনো শিক্ষক এখনো নেই। তাদের ক্লাস রুম দেওয়া হয়েছে লাইব্রেরিতে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও ছাত্র জানান, ববির ২৪টি বিভাগে শ্রেণিকক্ষ সংকট তীব্র। মাঠেই ক্লাস হচ্ছে অনেক বিভাগের। এমন সংকট সত্ত্বেও নতুন করে সমাজকর্ম বিভাগ চালু করায় ওই ২৪ শিক্ষার্থী কী শিখবে, কোথায় বসবে? অথচ এই বিভাগের শিক্ষক নেই একজনও। ভর্তির পছন্দপত্রে বিভাগটি ছিল না। উপাচার্য সমাজকর্ম বিভাগের শিক্ষক হওয়ায় তাঁর ইচ্ছায়ই জোড়াতালি দিয়ে বিভাগটি চালু করায় পাঠদান নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘শুধু শ্রেণিকক্ষ নয়, শিক্ষক-কর্মকর্তাদের কক্ষেরও সংকট। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়েই সমাজকর্ম বিভাগ চালু করা হয়েছে।’
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
২ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১১ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে