আমতলী (বরগুনা) প্রতিনিধি
চাচাতো ভাবিকে মারধরের অভিযোগ উঠেছে সেলিম বাহাদুর নামে ভোলায় কর্মরত পুলিশের এক সদস্যের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে বরগুনার আমতলী উপজেলার পশ্চিম নাচনাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জানা গেছে, উপজেলার পশ্চিম নাচনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ হোসেন প্যাদার সঙ্গে দেলোয়ার প্যাদার জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে আজ সকালে আলতাফের ছেলে পুলিশ সদস্য সেলিম বাহাদুরের সঙ্গে তাঁর চাচাতো ভাবি ও দেলোয়ারের পুত্রবধূ হালিমা বেগমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে সেলিম ও তাঁর পরিবারের লোকজন হালিমাকে বেধড়ক মারধর করেন।
মারধরে হালিমা মাথায় ও হাতে জখম হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক ফারাহ বিনতে ফারুকী তাঁকে চিকিৎসা দিয়েছেন বলে জানা গেছে।
রিনাসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘পুলিশ সদস্য সেলিম বাহাদুর তাঁর চাচাতো ভাবি হালিমা বেগমকে বেধড়ক মারধর করেছেন।’
হালিমা বেগম বলেন, ‘আমার শ্বশুর দেলোয়ারের সঙ্গে আলতাফ প্যাদার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে আমাকে আলতাফের ছেলে সেলিম মারধর করেছেন। সেলিম প্রভাব খাঁটিয়ে আমার বিরুদ্ধে পাঁচটি মিথ্যা মামলা করেছেন। বিনা গ্রেপ্তারি পরোয়ানায় আমাকে আমতলী থানার পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছি। আমি এই ঘটনার বিচার চাই।’
মারধরের বিষয়টি অস্বীকার করেছেন পুলিশ সদস্য সেলিম বাহাদুর। তিনি বলেন, ‘আমার স্ত্রীকে হালিমা ও তাঁর লোকজন মারধর করেছেন। আমিতো বর্তমানে অন ডিউটিতে ভোলায় আছি। আমি মারধর করব কীভাবে?’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফারাহ বিনতে ফারুকী বলেন, ‘আহত নারীর যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
চাচাতো ভাবিকে মারধরের অভিযোগ উঠেছে সেলিম বাহাদুর নামে ভোলায় কর্মরত পুলিশের এক সদস্যের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে বরগুনার আমতলী উপজেলার পশ্চিম নাচনাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জানা গেছে, উপজেলার পশ্চিম নাচনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ হোসেন প্যাদার সঙ্গে দেলোয়ার প্যাদার জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে আজ সকালে আলতাফের ছেলে পুলিশ সদস্য সেলিম বাহাদুরের সঙ্গে তাঁর চাচাতো ভাবি ও দেলোয়ারের পুত্রবধূ হালিমা বেগমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে সেলিম ও তাঁর পরিবারের লোকজন হালিমাকে বেধড়ক মারধর করেন।
মারধরে হালিমা মাথায় ও হাতে জখম হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক ফারাহ বিনতে ফারুকী তাঁকে চিকিৎসা দিয়েছেন বলে জানা গেছে।
রিনাসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘পুলিশ সদস্য সেলিম বাহাদুর তাঁর চাচাতো ভাবি হালিমা বেগমকে বেধড়ক মারধর করেছেন।’
হালিমা বেগম বলেন, ‘আমার শ্বশুর দেলোয়ারের সঙ্গে আলতাফ প্যাদার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে আমাকে আলতাফের ছেলে সেলিম মারধর করেছেন। সেলিম প্রভাব খাঁটিয়ে আমার বিরুদ্ধে পাঁচটি মিথ্যা মামলা করেছেন। বিনা গ্রেপ্তারি পরোয়ানায় আমাকে আমতলী থানার পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছি। আমি এই ঘটনার বিচার চাই।’
মারধরের বিষয়টি অস্বীকার করেছেন পুলিশ সদস্য সেলিম বাহাদুর। তিনি বলেন, ‘আমার স্ত্রীকে হালিমা ও তাঁর লোকজন মারধর করেছেন। আমিতো বর্তমানে অন ডিউটিতে ভোলায় আছি। আমি মারধর করব কীভাবে?’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফারাহ বিনতে ফারুকী বলেন, ‘আহত নারীর যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেট বিভাগে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। এপ্রিল মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ৪২ জন। আজ রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
৯ মিনিট আগেবটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় দিনদুপুরে গুলি ছুড়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্ধলক্ষাধিক টাকা লুটে নিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ৮-৯ জন কিশোর গ্যাং সদস্য মোটরসাইকেলে হেলমেট পরে এসে মো. সোহাগ ইসলাম (৪২) নামের একজনের ব্যবসাপ্রতিষ্ঠানে এই লুট
২০ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাজনীতি নিষিদ্ধ। প্রতিষ্ঠানটির কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয়ের এমন নির্দেশনা ভেঙে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে অংশ নিয়েছেন আশিক ইকবাল নামের এক কর্মকর্তা। তিনি রুয়েটের সংস্থ
৩৪ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও দিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রোববার (৪ মে) বিকেলের দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচিতে নিহত পরীক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও স্বজনেরা অংশ নেন।
৩৮ মিনিট আগে