মুলাদি (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদিতে ছাত্রশিবিরের সাবেক নেতা মুহাম্মদ মুঈনুদ্দীনের বৃদ্ধ মাকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুঃখ প্রকাশ করেছেন।
স্বজনদের বরাতে জানা গেছে, গত ১৯ ও ২০ জুন মুলাদি থানার পুলিশের একটি দল উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মুঈনুদ্দীনের বাড়িতে গিয়ে তাঁর মাকে হুমকি দেন। বলা হয়, মুঈনুদ্দীনের বিরুদ্ধে থাকা মামলার কারণে তার সম্পত্তি ক্রোক হতে পারে এবং তাঁর অন্য সন্তানদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এতে আতঙ্কিত হয়ে ওই বৃদ্ধ মা পুলিশকে ২ হাজার টাকা দেন।
২০১৪-১৫ সালে মুঈনুদ্দীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। ওই সময় তাঁর নামে একাধিক মামলা হয় এবং ২০১৬ সালে তিনি যুক্তরাজ্যে চলে যান বলে স্বজনেরা জানান।
ঘটনার পর মুঈনুদ্দীন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ তুলে লেখেন, ‘একটি মিথ্যা মামলার ওয়ারেন্ট দেখিয়ে পুলিশ আমার বাড়িতে হানা দেয় এবং আমার মাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ২ হাজার টাকা নেয়।’ তিনি আরও লিখেছেন, ‘এই হচ্ছে তথাকথিত “নিরপেক্ষ” সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা জনগণের নিরাপত্তা না দিয়ে ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের যন্ত্রে পরিণত হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুলাদি থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘মুঈনুদ্দীন মৃধার নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ কর্তব্য পালনে তাঁদের বাড়িতে গিয়েছিল। সেখানে তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ কিংবা কোনো ভয়ভীতি দেখানো হয়নি। তবে দুবার পুলিশ যাওয়ায় তাঁর বয়োজ্যেষ্ঠ মা কিছুটা বিব্রত হয়ে থাকতে পারেন। এ জন্য তাঁর সঙ্গে দেখা করে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।’
বরিশালের মুলাদিতে ছাত্রশিবিরের সাবেক নেতা মুহাম্মদ মুঈনুদ্দীনের বৃদ্ধ মাকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুঃখ প্রকাশ করেছেন।
স্বজনদের বরাতে জানা গেছে, গত ১৯ ও ২০ জুন মুলাদি থানার পুলিশের একটি দল উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মুঈনুদ্দীনের বাড়িতে গিয়ে তাঁর মাকে হুমকি দেন। বলা হয়, মুঈনুদ্দীনের বিরুদ্ধে থাকা মামলার কারণে তার সম্পত্তি ক্রোক হতে পারে এবং তাঁর অন্য সন্তানদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এতে আতঙ্কিত হয়ে ওই বৃদ্ধ মা পুলিশকে ২ হাজার টাকা দেন।
২০১৪-১৫ সালে মুঈনুদ্দীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। ওই সময় তাঁর নামে একাধিক মামলা হয় এবং ২০১৬ সালে তিনি যুক্তরাজ্যে চলে যান বলে স্বজনেরা জানান।
ঘটনার পর মুঈনুদ্দীন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ তুলে লেখেন, ‘একটি মিথ্যা মামলার ওয়ারেন্ট দেখিয়ে পুলিশ আমার বাড়িতে হানা দেয় এবং আমার মাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ২ হাজার টাকা নেয়।’ তিনি আরও লিখেছেন, ‘এই হচ্ছে তথাকথিত “নিরপেক্ষ” সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা জনগণের নিরাপত্তা না দিয়ে ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের যন্ত্রে পরিণত হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুলাদি থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘মুঈনুদ্দীন মৃধার নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ কর্তব্য পালনে তাঁদের বাড়িতে গিয়েছিল। সেখানে তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ কিংবা কোনো ভয়ভীতি দেখানো হয়নি। তবে দুবার পুলিশ যাওয়ায় তাঁর বয়োজ্যেষ্ঠ মা কিছুটা বিব্রত হয়ে থাকতে পারেন। এ জন্য তাঁর সঙ্গে দেখা করে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৯ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৪ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৮ মিনিট আগে