নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মহিউদ্দিন আহমেদ সিফাত নামে এক ছাত্রলীগ কর্মীসহ দুজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ছাত্রাবাসের ৪০১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আহত সিফাত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী এবং অপর আহত জি এম ফাহাত লোক প্রশাসন বিভাগের ছাত্র।
আহত সিফাতের বন্ধু হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র সৈয়দ রুম্মান ইসলাম বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ সিফাতের কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা সিফাতকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলায় সিফাতের হাত ভেঙে গেছে এবং পায়ে কোপ লেগেছে। ওই কক্ষে থাকা আরও দুই ছাত্র লোক প্রশাসনের জি এম ফাহাত ও ফিন্যান্স বিভাগের জিহাতও আহত হয়েছেন। বর্তমানে তাঁরা শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি আছেন।’
সৈয়দ রুম্মান ইসলাম আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। তবে শুনেছি অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে।’
অপর আহত জি এম ফাহাত বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ আমাদের ৪০১৮ নম্বর কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আমাদের প্রতিপক্ষ।’
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, সিফাতের শরীরে ফোলা জখম রয়েছে। অপর আহত ফাহাতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।
শেরেবাংলা হলের প্রভোস্ট আবু জাফর বলেন, সিফাতের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল ৬টার দিকে শিক্ষার্থীরা আমাকে হামলার খবর জানান। পরে ছাত্রাবাসে গিয়ে শুনেছি, শেরে বাংলা হলে সাত-আটজন দুর্বৃত্ত হেলমেট পরে সিফাতের ওপর হামলা চালায়। এ সময় ফাহাত নামে আরও একজন আহত হয়েছে। পরে সিফাতকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরও বলেন, ‘ঘটনার পর হাসপাতালে গিয়ে দেখি সিফাতের হাত ভেঙে গেছে, পায়েও কোপ লেগেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে ক্যাম্প পুলিশ হল পরিদর্শন করে সিসি ক্যামেরা জব্দ করেছে।’
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার আলী আশরাফ ভূঞা সাংবাদিকদের বলেন, হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা সুস্থ হলে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপর দিকে হামলার ঘটনার পর আহত সিফাত তাঁর ফেসবুকে উল্লেখ করেন যে, ‘হয় নেতার মন দিয়া সরায়ে দেও, আর না হয় মাইরা ফালাও। এ ছাড়া অন্য কোনো কিছু কইরা লাভ নাই।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মহিউদ্দিন আহমেদ সিফাত নামে এক ছাত্রলীগ কর্মীসহ দুজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ছাত্রাবাসের ৪০১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আহত সিফাত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী এবং অপর আহত জি এম ফাহাত লোক প্রশাসন বিভাগের ছাত্র।
আহত সিফাতের বন্ধু হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র সৈয়দ রুম্মান ইসলাম বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ সিফাতের কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা সিফাতকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলায় সিফাতের হাত ভেঙে গেছে এবং পায়ে কোপ লেগেছে। ওই কক্ষে থাকা আরও দুই ছাত্র লোক প্রশাসনের জি এম ফাহাত ও ফিন্যান্স বিভাগের জিহাতও আহত হয়েছেন। বর্তমানে তাঁরা শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি আছেন।’
সৈয়দ রুম্মান ইসলাম আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। তবে শুনেছি অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে।’
অপর আহত জি এম ফাহাত বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ আমাদের ৪০১৮ নম্বর কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আমাদের প্রতিপক্ষ।’
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, সিফাতের শরীরে ফোলা জখম রয়েছে। অপর আহত ফাহাতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।
শেরেবাংলা হলের প্রভোস্ট আবু জাফর বলেন, সিফাতের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল ৬টার দিকে শিক্ষার্থীরা আমাকে হামলার খবর জানান। পরে ছাত্রাবাসে গিয়ে শুনেছি, শেরে বাংলা হলে সাত-আটজন দুর্বৃত্ত হেলমেট পরে সিফাতের ওপর হামলা চালায়। এ সময় ফাহাত নামে আরও একজন আহত হয়েছে। পরে সিফাতকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরও বলেন, ‘ঘটনার পর হাসপাতালে গিয়ে দেখি সিফাতের হাত ভেঙে গেছে, পায়েও কোপ লেগেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে ক্যাম্প পুলিশ হল পরিদর্শন করে সিসি ক্যামেরা জব্দ করেছে।’
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার আলী আশরাফ ভূঞা সাংবাদিকদের বলেন, হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা সুস্থ হলে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপর দিকে হামলার ঘটনার পর আহত সিফাত তাঁর ফেসবুকে উল্লেখ করেন যে, ‘হয় নেতার মন দিয়া সরায়ে দেও, আর না হয় মাইরা ফালাও। এ ছাড়া অন্য কোনো কিছু কইরা লাভ নাই।’
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
১ ঘণ্টা আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার বিকেলে কোস্ট গা..
২ ঘণ্টা আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২ ঘণ্টা আগে