নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের গৌরনদী উপজেলায় সৌরভ বেপারী নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ বলছে, স্ত্রীর পরিকল্পনায় তাঁর সাবেক দুই প্রেমিক সৌরভের ওপর এ হামলা চালান। এ ঘটনায় স্ত্রী এবং ওই দুই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন বরিশাল জেলার পুলিশ সুপার মো. ওহায়িদুল ইসলাম। তিনি বলেন, গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় গৌরনদীর কালনা গ্রামে সড়কের ওপর সৌরভকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কোপানো হয়। এ সময় তাঁর স্ত্রী মুসকান সঙ্গে ছিলেন।
গুরুতর আহত সৌরভকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সৌরভ গৌরনদী পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সৌরভকে কোপানের সময় তাঁর স্ত্রী মুসকানের আচরণ ছিল সন্দেহজনক। এ জন্য তদন্তের শুরুতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনার দায় স্বীকার করেছেন।
ওসি আরও বলেন, মুসকান জানিয়েছেন, বিয়ের পরও তাঁর ওই দুই প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। তাই দুই প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন বাসা থেকে বের হওয়ার আগে ভিটামিন ওষুধের কথা বলে সৌরভকে চেতনানাশক ওষুধ খাওয়ান মুসকান। পরে গৌরনদী বন্দরে কেনাকাটা করার সময় সৌরভ অসুস্থ বোধ করেন। বাড়িতে যাওয়ার কথা বলে মুসকান স্বামীকে নিয়ে অটোরিকশায় ওঠেন। এর আগে একটি বিউটি পার্লারে ঢুকে তাঁদের রওনা হওয়ার খবর মোবাইল ফোনে তাঁর দুই প্রেমিককে জানিয়ে দেন। পথে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে অটোরিকশাটি থামান। পরে হেঁটে রওনা হন। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা মুসকানের প্রেমিক সিয়াম ও রাজন ধারালো অস্ত্র দিয়ে সৌরভকে এলোপাতাড়ি কোপান।
মো. আফজাল হোসেন আরও বলেন, মুসকানের দেওয়া তথ্য অনুযায়ী গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে সিয়াম ও রাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলায় সৌরভ বেপারী নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ বলছে, স্ত্রীর পরিকল্পনায় তাঁর সাবেক দুই প্রেমিক সৌরভের ওপর এ হামলা চালান। এ ঘটনায় স্ত্রী এবং ওই দুই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন বরিশাল জেলার পুলিশ সুপার মো. ওহায়িদুল ইসলাম। তিনি বলেন, গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় গৌরনদীর কালনা গ্রামে সড়কের ওপর সৌরভকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কোপানো হয়। এ সময় তাঁর স্ত্রী মুসকান সঙ্গে ছিলেন।
গুরুতর আহত সৌরভকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সৌরভ গৌরনদী পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সৌরভকে কোপানের সময় তাঁর স্ত্রী মুসকানের আচরণ ছিল সন্দেহজনক। এ জন্য তদন্তের শুরুতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনার দায় স্বীকার করেছেন।
ওসি আরও বলেন, মুসকান জানিয়েছেন, বিয়ের পরও তাঁর ওই দুই প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। তাই দুই প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন বাসা থেকে বের হওয়ার আগে ভিটামিন ওষুধের কথা বলে সৌরভকে চেতনানাশক ওষুধ খাওয়ান মুসকান। পরে গৌরনদী বন্দরে কেনাকাটা করার সময় সৌরভ অসুস্থ বোধ করেন। বাড়িতে যাওয়ার কথা বলে মুসকান স্বামীকে নিয়ে অটোরিকশায় ওঠেন। এর আগে একটি বিউটি পার্লারে ঢুকে তাঁদের রওনা হওয়ার খবর মোবাইল ফোনে তাঁর দুই প্রেমিককে জানিয়ে দেন। পথে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে অটোরিকশাটি থামান। পরে হেঁটে রওনা হন। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা মুসকানের প্রেমিক সিয়াম ও রাজন ধারালো অস্ত্র দিয়ে সৌরভকে এলোপাতাড়ি কোপান।
মো. আফজাল হোসেন আরও বলেন, মুসকানের দেওয়া তথ্য অনুযায়ী গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে সিয়াম ও রাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে