Ajker Patrika

আমতলীতে যাত্রীবাহী বাসচাপায় নিহত ২ ভাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে যাত্রীবাহী বাসচাপায় নিহত ২ ভাই

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর কেওয়াবুনিয়া নামক স্থানে যাত্রীবাহী বাসচাপায় ভাঙারি ব্যবসায়ী দুই সহোদর নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার পূর্ব চুনাখালী গ্রামের ইসরাইল আকনের ছেলে আলম আকন (৩০) ও আব্দুল্লাহ (১৭)। 

জানা গেছে, আজ সকালে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে করে ভাঙারির মালামাল নিয়ে বরিশাল যান দুই সহোদর আকন ও আব্দুল্লাহ। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল থেকে বাড়ি ফেরার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে ঢাকাগামী রোমার-সোনালি পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। খবর পেয়ে আমতলী থানা-পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, মহাসড়কের কেওয়াবুনিয়া মোড় ঘুরতে গিয়ে দ্রুতগামী বাসটি ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই ভাই নিহত হয়েছেন। 

নিহত সহোদয়ের বাবা ইসরাইল আকন কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘মোর সব শ্যাষ অইয়্যা গ্যাছে। ক্যারা মোরো আব্বা কইল্ল্যা ডাকবে। ও আল্লা মোর এ্যামন সর্বনাশ হরল্লা ক্যান। এ্যার চাইতে মোরো আল্লা লইয়্যা যাইতা।’ 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত