আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাঁচ উপজেলায় ১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছেন ২১ নারী। এতে চাকরিপ্রাপ্ত ও তাঁদের স্বজনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ২০২১ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে লোক নেবে বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি মোতাবেক বরগুনার আমতলী, বরগুনা সদর, পাথরঘাটা, বামনা ও বেতাগী থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করেন। গত শুক্রবার বরগুনা জেলা প্রশাসক এবং জেলা পরিবার পরিকল্পনা জনবল নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ৫ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় ২৩ পদে পাঁচজন করে মোট ১১৫ জন উত্তীর্ণ হন।
পরবর্তীতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গত মঙ্গলবার ও বুধবার দুদিনে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে গতকাল বুধবার রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ বোর্ড। কিন্তু আমতলী উপজেলার কুকুয়া ও পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় পদ শূন্য ঘোষণা করে ২১ জনের চূড়ান্ত চাকরি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ২১ নারী চাকরি পেয়েছেন।
এ বিষয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের মোছা. আফসানা মিমি বলেন, ‘১২০ টাকায় চাকরি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর চেয়ে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। এ জন্য প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’
আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মোছা. সাদিয়া ইসলাম মিতু বলেন, ‘১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছি। এখন খুবই ভালো লাগছে।’
এ নিয়ে সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বচ্ছ ও সুন্দরভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবীরা চাকরি পেয়েছেন। আমি স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন বাস্তবায়নে যথাযথভাবে কাজ করছি।’
বরগুনার পাঁচ উপজেলায় ১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছেন ২১ নারী। এতে চাকরিপ্রাপ্ত ও তাঁদের স্বজনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ২০২১ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে লোক নেবে বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি মোতাবেক বরগুনার আমতলী, বরগুনা সদর, পাথরঘাটা, বামনা ও বেতাগী থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করেন। গত শুক্রবার বরগুনা জেলা প্রশাসক এবং জেলা পরিবার পরিকল্পনা জনবল নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ৫ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় ২৩ পদে পাঁচজন করে মোট ১১৫ জন উত্তীর্ণ হন।
পরবর্তীতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গত মঙ্গলবার ও বুধবার দুদিনে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে গতকাল বুধবার রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ বোর্ড। কিন্তু আমতলী উপজেলার কুকুয়া ও পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় পদ শূন্য ঘোষণা করে ২১ জনের চূড়ান্ত চাকরি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ২১ নারী চাকরি পেয়েছেন।
এ বিষয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের মোছা. আফসানা মিমি বলেন, ‘১২০ টাকায় চাকরি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর চেয়ে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। এ জন্য প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’
আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মোছা. সাদিয়া ইসলাম মিতু বলেন, ‘১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছি। এখন খুবই ভালো লাগছে।’
এ নিয়ে সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বচ্ছ ও সুন্দরভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবীরা চাকরি পেয়েছেন। আমি স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন বাস্তবায়নে যথাযথভাবে কাজ করছি।’
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৩-২৪-এর আশপাশে। এখনো জ্ঞান ফেরেনি তাঁর। এ বিষয়ে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান।
৫ ঘণ্টা আগে‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৫ আ
৫ ঘণ্টা আগেবান্দরবান শহরের পুলিশ লাইনসের চারতলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
৬ ঘণ্টা আগেক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৬ ঘণ্টা আগে