বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মোকামিয়া বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধা (২৮) এবং মোকামিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মোকামিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. শাহিন হোসেন হাওলাদার (৩৮)।
বেতাগী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে বিএনপির নেতা কর্মীরা বেতাগী পৌরশহরে একটি আনন্দ মিছিল বের করে। এ সময় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে ইমরান ও রেজাউল করিম নামে দুইজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র আহত হয়। এ ঘটনায় ১৫ অক্টোবর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির কর্মী মো. সুজন হাওলাদার বাদী হয়ে বেতাগী উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন।
এই নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মো. শাহিন হোসেন হাওলাদারকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকা থেকে এবং মো. শাওন মৃধাকে একই ইউনিয়নের মাছুয়াখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শাওনের বিরুদ্ধে বেতাগী থানায় সরকারি সেতুর মালামাল চুরির মামলাও রয়েছে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক এই অভিযানের নেতৃত্ব দেন।
সেতুর মালামাল চুরি: ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কারাগারে, সম্পাদকসহ আসামি ৭
ওসি একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, নাশকতা মামলায় শাহিন হোসেন হাওলাদার ও শাওন মৃধাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বরগুনা বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।
বরগুনার বেতাগীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মোকামিয়া বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধা (২৮) এবং মোকামিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মোকামিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. শাহিন হোসেন হাওলাদার (৩৮)।
বেতাগী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে বিএনপির নেতা কর্মীরা বেতাগী পৌরশহরে একটি আনন্দ মিছিল বের করে। এ সময় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে ইমরান ও রেজাউল করিম নামে দুইজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র আহত হয়। এ ঘটনায় ১৫ অক্টোবর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির কর্মী মো. সুজন হাওলাদার বাদী হয়ে বেতাগী উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন।
এই নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মো. শাহিন হোসেন হাওলাদারকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকা থেকে এবং মো. শাওন মৃধাকে একই ইউনিয়নের মাছুয়াখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শাওনের বিরুদ্ধে বেতাগী থানায় সরকারি সেতুর মালামাল চুরির মামলাও রয়েছে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক এই অভিযানের নেতৃত্ব দেন।
সেতুর মালামাল চুরি: ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কারাগারে, সম্পাদকসহ আসামি ৭
ওসি একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, নাশকতা মামলায় শাহিন হোসেন হাওলাদার ও শাওন মৃধাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বরগুনা বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই সালাউদ্দিন শেখ (৩০) নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিন মারা যান। নিহত সালাউদ্দিন শেখ উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্ৰামের শাহজাহান শেখের ছেলে। শুক্রবার দুপুরে তাঁকে...
৩৯ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ফিতা কেটে এবং নামফলক উন্মোচন করে কেন্দ্রটির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
১ ঘণ্টা আগেসরেজমিনে উপজেলার শিবনগর, আলাদীপুর, খয়েরবাড়ী ও দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, আগাম শীতকালীন সবজির চাষ শুরু হয়েছে। এসব জমিতে এখন শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, করলা, লাউ ও লালশাকসহ বিভিন্ন সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কিছু কিছু আগাম সবজি বাজারেও উঠতে শুরু করে
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার বাসিন্দা মুর্শিদা। বিয়ে হয় আট বছর আগে পাশের চন্ডিগড় গ্রামে। স্বামী রুবেল মিয়া অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। অভাব অনটন থাকলেও ছোট দুই ছেলেকে নিয়ে তাদের দিন ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু তিন মাস আগে মুর্শিদার কিডনিতে জটিলতা ধরা পড়ে। এখন তিনি আর নিজের..
২ ঘণ্টা আগে