পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় এক রাতে কাছাকাছি ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার থেকে রাত ২টার মধ্যে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী দুইটি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় নাসিমা বেগম, মোহাম্মদ নুহু, মোহাম্মদ হানিফ সিকদার, মোহাম্মদ ইউসুফ খান, জয়নাল খান ও সগির শিকদারের বাড়িতে চুরির এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাসিমা আজকের পত্রিকাকে বলেন, রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘরে প্রবেশ করে ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়। ঘরের চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের চেইন ও রুলি। যার ওজন আনুমানিক সাড়ে ৩ ভরি এবং নগদ ৮৫ হাজার টাকা।
আরেক ভুক্তভোগী মোহাম্মদ নুহু হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, অজ্ঞাত চোররা কৌশলে ঘরে প্রবেশ করে আলমারি থেকে স্বর্ণের জিনিসপত্র ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। একই ভাবে আমাদের বাড়ির পাশের আরও পাঁচটি ঘরে চোর প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে তারা পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, একই রাতে কাছাকাছি ৬টি বাড়িতে চুরির ঘটনায় আমরা খুবই আতঙ্কে আছি। আশা করি পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করতে এবং মালামাল উদ্ধার করতে সক্ষম হবে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, থানায় দুটি লিখিত অভিযোগ এসেছে। এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
বরগুনার পাথরঘাটায় এক রাতে কাছাকাছি ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার থেকে রাত ২টার মধ্যে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী দুইটি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় নাসিমা বেগম, মোহাম্মদ নুহু, মোহাম্মদ হানিফ সিকদার, মোহাম্মদ ইউসুফ খান, জয়নাল খান ও সগির শিকদারের বাড়িতে চুরির এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাসিমা আজকের পত্রিকাকে বলেন, রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘরে প্রবেশ করে ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়। ঘরের চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের চেইন ও রুলি। যার ওজন আনুমানিক সাড়ে ৩ ভরি এবং নগদ ৮৫ হাজার টাকা।
আরেক ভুক্তভোগী মোহাম্মদ নুহু হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, অজ্ঞাত চোররা কৌশলে ঘরে প্রবেশ করে আলমারি থেকে স্বর্ণের জিনিসপত্র ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। একই ভাবে আমাদের বাড়ির পাশের আরও পাঁচটি ঘরে চোর প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে তারা পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, একই রাতে কাছাকাছি ৬টি বাড়িতে চুরির ঘটনায় আমরা খুবই আতঙ্কে আছি। আশা করি পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করতে এবং মালামাল উদ্ধার করতে সক্ষম হবে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, থানায় দুটি লিখিত অভিযোগ এসেছে। এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁরা দেশটিকে ইলিশ মাছ দিচ্ছেন। তিনি বলেন, ‘তারা আমাদের প্রতিবেশী, সবকিছু মিলিয়ে আমরা দিতে বাধ্য হচ্ছি।’
২৪ মিনিট আগেরাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী চলেছে প্রাণী ও প্রাণের মিলনমেলা। ব্যতিক্রমী এ্রই আয়োজন করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এর পৃষ্ঠপোষকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২৪ মিনিট আগেনেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ধনু নদে বিয়েবাড়ির স্পিডবোটডুবির ঘটনায় ঊষামণি (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে লাশটি ভেসে উঠলে ডুবুরি দল তা উদ্ধার করে। বাকি তিনজনের সন্ধান এখনো মেলেনি। এদিকে স্পিডবোটডুবিতে বেঁচে ফেরা লোকজন অভিযোগ করেছেন,
১ ঘণ্টা আগেবাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের যৌথ অভিযানে আজ শনিবার বিকেলে রূপগঞ্জের তারাব শবনম মিলসংলগ্ন নদী থেকে দুই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে