আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে ১৩টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজারটির একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজন নিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাজারের অলি উল্লাহ, মহসিন গাজী, ফারুক গাজী, অনিল দাশ, সবুজ, রমেশ, সাইদুল, নাশির, রিপন, খলিল, সাত্তার ও নিজাম বিশ্বাসের বসতঘরসহ ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। এসব মধ্যে কসমেটিকস, চা, কম্পিউটারের দোকান রয়েছে।
বাজারের কসমেটিকস ব্যবসায়ী অলি উল্লাহ বলেন, ‘আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
আমতলী ফায়ার সার্ভিসের লিডার গোলাম মোস্তফা বলেন, ‘দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে তা শনাক্ত করতে পারিনি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বরগুনার আমতলীতে ১৩টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজারটির একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজন নিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাজারের অলি উল্লাহ, মহসিন গাজী, ফারুক গাজী, অনিল দাশ, সবুজ, রমেশ, সাইদুল, নাশির, রিপন, খলিল, সাত্তার ও নিজাম বিশ্বাসের বসতঘরসহ ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। এসব মধ্যে কসমেটিকস, চা, কম্পিউটারের দোকান রয়েছে।
বাজারের কসমেটিকস ব্যবসায়ী অলি উল্লাহ বলেন, ‘আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
আমতলী ফায়ার সার্ভিসের লিডার গোলাম মোস্তফা বলেন, ‘দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে তা শনাক্ত করতে পারিনি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
৭ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
৭ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৭ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগে