পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় দুই শিক্ষকের বিরুদ্ধে ১১ বছরের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ছাত্রকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে গেছেন স্বজনেরা।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মাছের খাল কোরবানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে মাদ্রাসার পরিচালনা কমিটির জরুরি বৈঠকে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ দুলাল হোসেন।
অভিযুক্ত শিক্ষক মিল্লাত হোসেন ও আল আমিন উভয়ই ওই মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষক। আহত ছাত্রও হাফেজি বিভাগের শিক্ষার্থী।
আহত ছাত্র জালিশ আহমেদ জানায়, সে বাড়িতে যেতে চেয়েছিল। এ কারণে সকালে দুই দফায় শিক্ষক মিল্লাত ও আল আমিন বেত দিয়ে বেধড়ক পেটায়।
আহত ওই শিক্ষার্থীর বাবা জাকির হোসেন বলেন, ‘ছেলের এমন অবস্থা দেখে আমরা হাসপাতালে নিয়ে যাই। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসি।’
অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, ওই ছাত্র মাদ্রাসা থেকে বিভিন্ন সময়ে পালিয়ে যেত। সেদিনও একই ভাবে পালাচ্ছিল। তাই তাকে একটু শাসন করার চেষ্টা করেছি। যদিও বিষয়টি একটু বাড়াবাড়ি হয়ে গেছে। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আমাদের বিচার করা হয়েছে।
তাঁরা আরও বলেন, এই ঘটনা আমাদের ভবিষ্যতের জন্য একটি চরম শিক্ষা হয়েছে। এমন কাজ আর ভবিষ্যতে হবে না।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার পাথরঘাটায় দুই শিক্ষকের বিরুদ্ধে ১১ বছরের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ছাত্রকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে গেছেন স্বজনেরা।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মাছের খাল কোরবানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে মাদ্রাসার পরিচালনা কমিটির জরুরি বৈঠকে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ দুলাল হোসেন।
অভিযুক্ত শিক্ষক মিল্লাত হোসেন ও আল আমিন উভয়ই ওই মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষক। আহত ছাত্রও হাফেজি বিভাগের শিক্ষার্থী।
আহত ছাত্র জালিশ আহমেদ জানায়, সে বাড়িতে যেতে চেয়েছিল। এ কারণে সকালে দুই দফায় শিক্ষক মিল্লাত ও আল আমিন বেত দিয়ে বেধড়ক পেটায়।
আহত ওই শিক্ষার্থীর বাবা জাকির হোসেন বলেন, ‘ছেলের এমন অবস্থা দেখে আমরা হাসপাতালে নিয়ে যাই। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসি।’
অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, ওই ছাত্র মাদ্রাসা থেকে বিভিন্ন সময়ে পালিয়ে যেত। সেদিনও একই ভাবে পালাচ্ছিল। তাই তাকে একটু শাসন করার চেষ্টা করেছি। যদিও বিষয়টি একটু বাড়াবাড়ি হয়ে গেছে। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আমাদের বিচার করা হয়েছে।
তাঁরা আরও বলেন, এই ঘটনা আমাদের ভবিষ্যতের জন্য একটি চরম শিক্ষা হয়েছে। এমন কাজ আর ভবিষ্যতে হবে না।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া ট্রলারের পেছনের কিছু অংশ পুড়ে যায়।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের চারটি সহসম্পাদকের পদ বাদ দিয়ে চারটি মূল পদ যুক্ত করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপা
২ ঘণ্টা আগেজুলাই আন্দোলনের সময়কার এক ছবি নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রিজনভ্যান থেকে নামানো এক কিশোর, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে, দুই হাত মোটা সাদা রশিতে বাঁধা, হাতে কাপড়ের ব্যাগ। ছবির সেই কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজের ভাই জাকসু নির্বাচনে জিএস পদে বিজয়ী হয়েছেন।
৩ ঘণ্টা আগে