বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে জিয়া স্মৃতি সংসদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বান্দরবান পৌর যুবদল নেতা আবুল কালাম বাদী হয়ে মামলাটি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য রাজু বড়ুয়া, মহিউদ্দিন, আনিসুর রহমান সুজন, শিবু চৌধুরী, জামাল চৌধুরী, বিমল কান্তি দাশ, রুবেল চৌধুরী, মনির চৌধুরী, খলিলুর রহমান সোহাগ, রানা চৌধুরী, নাছির চৌধুরী, নুর মোহাম্মদ কালু ও সোহেল ভান্ডারী।
মামলা সূত্রে জানা যায়, ১৪ জুলাই রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহরের আর্মিপাড়ায় ৭ নম্বর ওয়ার্ডের জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে হামলা হয়। এ সময় অফিসের আসবাব, টেলিভিশন, জানালার কাচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়। এ ছাড়া নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। তাই তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলায় ২০৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মোট নয়টি মামলা করা হয়। এর মধ্যে বৈষম্যবিরোধী দুটি ও বিএনপির পাঁচটি, আর দুটি অন্য মামলা করা হয়।
বান্দরবানে জিয়া স্মৃতি সংসদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বান্দরবান পৌর যুবদল নেতা আবুল কালাম বাদী হয়ে মামলাটি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য রাজু বড়ুয়া, মহিউদ্দিন, আনিসুর রহমান সুজন, শিবু চৌধুরী, জামাল চৌধুরী, বিমল কান্তি দাশ, রুবেল চৌধুরী, মনির চৌধুরী, খলিলুর রহমান সোহাগ, রানা চৌধুরী, নাছির চৌধুরী, নুর মোহাম্মদ কালু ও সোহেল ভান্ডারী।
মামলা সূত্রে জানা যায়, ১৪ জুলাই রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহরের আর্মিপাড়ায় ৭ নম্বর ওয়ার্ডের জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে হামলা হয়। এ সময় অফিসের আসবাব, টেলিভিশন, জানালার কাচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়। এ ছাড়া নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। তাই তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলায় ২০৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মোট নয়টি মামলা করা হয়। এর মধ্যে বৈষম্যবিরোধী দুটি ও বিএনপির পাঁচটি, আর দুটি অন্য মামলা করা হয়।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
৮ মিনিট আগেরাজশাহীর বাগমারা উপজেলায় হাতে টান পড়লেই হিন্দুপাড়ার বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করতেন স্থানীয় এক তাঁতী দল নেতা। ধরে নিয়ে যেতেন পুকুরের মাছ, হাঁস, গাছের কলার কাঁদি। কেউ বাধা দিতে গেলেই হাঁসুয়া নিয়ে তেড়ে যেতেন। বের করতেন ছোরা। সবশেষ চাঁদা দিতে না চাইলে একজনকে মারধরের পর হিন্দুপাড়ার বাসিন্দারা থানা
১৪ মিনিট আগেনোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নাওতলা এলাকায় নোয়াখালী-ঢাকা মহাসড়কে একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন (৪৭) নিহত ও তাঁর সহকারী মো. হানিফসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
৩১ মিনিট আগে