খাগড়াছড়ি সংবাদদাতা
‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’র ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। আজ রোববার অবরোধে দ্বিতীয় দিনেও খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়কযোগাযোগ বন্ধ রয়েছে।
তবে বাস চলাচল না করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়।
এদিকে ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ রোববার সকালে জেলার বিভিন্ন উপজেলায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সমর্থনকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনো কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। শহরের বিভিন্ন সড়কে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চোখে পড়ে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের ম্যানেজার সুমন বলেন, ‘এক দিন অবরোধে আমাদের সারা দেশের সঙ্গে শতাধিক বাস চলাচল বন্ধ রয়েছে। এতে এক দিনে ২০ লাখ টাকার ক্ষতি হয়। একটি বাসে চালকসহ তিনজন হিসাব করলে ১০০ বাসের ৩০০ মানুষ এখন বেকার। অবরোধ আমাদের ব্যাপক ক্ষতি করে।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির টহল জোরদার করা হয়েছে।
‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’র ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। আজ রোববার অবরোধে দ্বিতীয় দিনেও খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়কযোগাযোগ বন্ধ রয়েছে।
তবে বাস চলাচল না করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়।
এদিকে ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ রোববার সকালে জেলার বিভিন্ন উপজেলায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সমর্থনকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনো কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। শহরের বিভিন্ন সড়কে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চোখে পড়ে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের ম্যানেজার সুমন বলেন, ‘এক দিন অবরোধে আমাদের সারা দেশের সঙ্গে শতাধিক বাস চলাচল বন্ধ রয়েছে। এতে এক দিনে ২০ লাখ টাকার ক্ষতি হয়। একটি বাসে চালকসহ তিনজন হিসাব করলে ১০০ বাসের ৩০০ মানুষ এখন বেকার। অবরোধ আমাদের ব্যাপক ক্ষতি করে।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির টহল জোরদার করা হয়েছে।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
২ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
২ ঘণ্টা আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে