বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলার আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান প্রার্থীদে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন। আট ইউনিয়নে মোট ৩২ জন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।
থানচির চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—থানচি সদর ইউনিয়নে অংপ্রু ম্রো (আওয়ামী লীগ, নৌকা), বর্তমান চেয়ারম্যান মাংছার ম্রো ও ক্রাপ্রু অং; তিন্দু ইউনিয়নে মংপ্রু অং (আওয়ামী লীগ, নৌকা) থোয়াইংচিং মারমা, ভাগ্যরাম ত্রিপুরা হেডম্যান, মংসাই মারমা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অলসেন ত্রিপুরা; রেমাক্রি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা (আওয়ামী লীগ, নৌকা) ও চসিং মং মারমা; বলিপাড়া ইউনিয়নে জিং অং (আওয়ামী লীগ, নৌকা), ক্যসাউ মারমা ও মংক্যচিং।
রোয়াংছড়ির চেয়ারম্যান প্রার্থীরা হলেন—মেহ্লা অং (আওয়ামী লীগ, নৌকা), উমংসিং, সাহ্লা অং, থোয়াইচপ্রু, পুরু কান্তি তঞ্চঙ্গ্যা, বাবুল কান্তি তঞ্চঙ্গ্যা, মং হাই নু এবং অংশৈমং মারমা; তারাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উথোয়াইচিং মারমা (আওয়ামী লীগ, নৌকা), উনু প্রু মারমা এবং শৈনুপ্রু মারমা; আলেক্ষ্যং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা (আওয়ামী লীগ, নৌকা), লাফ্রাদ ত্রিপুরা, হ্লাশৈচিং মারমা, কমল কান্তি বড়ুয়া ও একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী মাশৈখিং মারমা; নোয়াপতং ইউনিয়নে চ নু মং (আওয়ামী লীগ, নৌকা) সম্ভুকুমার তঞ্চঙ্গ্যা ও মংপু হেডম্যান।
থানচি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, থানচি উপজেলায় ১৩ জন ও রোয়াংছড়ি উপজেলায় ১৯ জন প্রার্থী রয়েছেন। সবচেয়ে বেশি রোয়াংছড়ির সদর ইউনিয়নে আট জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে রয়েছেন পাঁচজন।
রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন বাছাই, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল, মনোনয়নপত্র প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলার আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান প্রার্থীদে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন। আট ইউনিয়নে মোট ৩২ জন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।
থানচির চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—থানচি সদর ইউনিয়নে অংপ্রু ম্রো (আওয়ামী লীগ, নৌকা), বর্তমান চেয়ারম্যান মাংছার ম্রো ও ক্রাপ্রু অং; তিন্দু ইউনিয়নে মংপ্রু অং (আওয়ামী লীগ, নৌকা) থোয়াইংচিং মারমা, ভাগ্যরাম ত্রিপুরা হেডম্যান, মংসাই মারমা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অলসেন ত্রিপুরা; রেমাক্রি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা (আওয়ামী লীগ, নৌকা) ও চসিং মং মারমা; বলিপাড়া ইউনিয়নে জিং অং (আওয়ামী লীগ, নৌকা), ক্যসাউ মারমা ও মংক্যচিং।
রোয়াংছড়ির চেয়ারম্যান প্রার্থীরা হলেন—মেহ্লা অং (আওয়ামী লীগ, নৌকা), উমংসিং, সাহ্লা অং, থোয়াইচপ্রু, পুরু কান্তি তঞ্চঙ্গ্যা, বাবুল কান্তি তঞ্চঙ্গ্যা, মং হাই নু এবং অংশৈমং মারমা; তারাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উথোয়াইচিং মারমা (আওয়ামী লীগ, নৌকা), উনু প্রু মারমা এবং শৈনুপ্রু মারমা; আলেক্ষ্যং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা (আওয়ামী লীগ, নৌকা), লাফ্রাদ ত্রিপুরা, হ্লাশৈচিং মারমা, কমল কান্তি বড়ুয়া ও একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী মাশৈখিং মারমা; নোয়াপতং ইউনিয়নে চ নু মং (আওয়ামী লীগ, নৌকা) সম্ভুকুমার তঞ্চঙ্গ্যা ও মংপু হেডম্যান।
থানচি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, থানচি উপজেলায় ১৩ জন ও রোয়াংছড়ি উপজেলায় ১৯ জন প্রার্থী রয়েছেন। সবচেয়ে বেশি রোয়াংছড়ির সদর ইউনিয়নে আট জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে রয়েছেন পাঁচজন।
রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন বাছাই, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল, মনোনয়নপত্র প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগেচাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য জীবিত নবজাতক রেখে যাওয়া এবং পরে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভর্তি থাকা রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের শিকার নারীকে উদ্ধার করতে গিয়ে অস্ত্র-গুলিসহ রমজান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার নারীকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ির মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে