প্রতিনিধি, রাঙামাটি
পাহাড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে কম ২য় জনগোষ্ঠী খুমী। সর্বশেষ জরিপের তথ্যমতে, এদের জনসংখ্যা প্রায় ১৭ শ। নানান প্রতিকূলতার মধ্যেও টিকে আছে এ জনগোষ্ঠীটি। তবে শিক্ষায় এখনো অনেক পিছিয়ে আছেন খুমীরা।
খুমীদের বসবাস বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে। থানচি উপজেলার রেমাক্রী, তিন্দু এবং বলিপাড়া ইউনিয়নে ১৭ থেকে ১৮টি পাড়া, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে ৬,৭, ৮ নম্বর ওয়ার্ডে ৫টি পাড়া, রুমা উপজেলার রুমা এবং রেমাক্রী প্রাংসা ইউনিয়নে ১১টি পাড়া রয়েছে। এ ছাড়া রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বান্দরবান-রাঙামাটি সীমান্ত এলাকা ৫ থেকে ৬ পরিবারের বসবাস রয়েছে।
এ জনগোষ্ঠী থেকে মাত্র একজন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি লেলুং খুমী। এ জনগোষ্ঠী থেকে নেই কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার। শুধু আছে তিনজন জনপ্রতিনিধি। এদের মধ্যে দুজন ইউনিয়ন পরিষদের সদস্য। একজন জেলা পরিষদের সদস্য। জেলা পরিষদের সদস্যর নাম শি অং খুমী।
শি অং খুমী বলেন, খুমীরা বর্তমানে বিসিএসের স্বপ্ন দেখেন না। এদের মধ্যে স্নাতক পাস করেছেন মাত্র ৫ জন। সরকারি চাকরি করছেন ১৪ থেকে ১৫ জন। এদের মধ্যে একজন প্রধান শিক্ষক। ১০ জন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। এর ওপরের পদে কোনো চাকরিজীবী নেই।
খুমীদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। তারা তিন ধর্ম অনুসরণ করে। এদের একটি অংশ ম্রোদের ক্রামা ধর্ম, একটি অংশ খ্রিষ্টান, আরেকটি অংশ বৌদ্ধ ধর্ম পালন করেন। সামাজিক উৎসবের মধ্যে সাংক্রাইন বলা হলেও এরা এ সময় বড় উৎসব করে না। প্রকৃতির ওপর নির্ভরশীল এ জনগোষ্ঠী বড় উৎসবের আয়োজন তখনই, যখন নতুন ধান ঘরে তুলে। খুমীরা বিয়ের সময়, নতুন ঘরে ওঠার সময়, কোনো অসুস্থ ব্যক্তির রোগ মুক্তির কামনায় বা প্রত্যাশার চাইতে অতিরিক্ত ফসল পেলে পশু মেরে অনুষ্ঠান করেন।
খুমীদের একমাত্র স্নাতকোত্তর করা লেলুং খুমী বলেন, খুমীদের অস্তিত্ব ধরে রাখতে হলে রাষ্ট্রকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। খুমীরা সব ক্ষেত্রে বঞ্চিত। এদের জন্য আলাদা কোটা ব্যবস্থা রাখতে হবে। না হলে আমরা হারিয়ে যাব।
পাহাড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে কম ২য় জনগোষ্ঠী খুমী। সর্বশেষ জরিপের তথ্যমতে, এদের জনসংখ্যা প্রায় ১৭ শ। নানান প্রতিকূলতার মধ্যেও টিকে আছে এ জনগোষ্ঠীটি। তবে শিক্ষায় এখনো অনেক পিছিয়ে আছেন খুমীরা।
খুমীদের বসবাস বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে। থানচি উপজেলার রেমাক্রী, তিন্দু এবং বলিপাড়া ইউনিয়নে ১৭ থেকে ১৮টি পাড়া, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে ৬,৭, ৮ নম্বর ওয়ার্ডে ৫টি পাড়া, রুমা উপজেলার রুমা এবং রেমাক্রী প্রাংসা ইউনিয়নে ১১টি পাড়া রয়েছে। এ ছাড়া রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বান্দরবান-রাঙামাটি সীমান্ত এলাকা ৫ থেকে ৬ পরিবারের বসবাস রয়েছে।
এ জনগোষ্ঠী থেকে মাত্র একজন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি লেলুং খুমী। এ জনগোষ্ঠী থেকে নেই কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার। শুধু আছে তিনজন জনপ্রতিনিধি। এদের মধ্যে দুজন ইউনিয়ন পরিষদের সদস্য। একজন জেলা পরিষদের সদস্য। জেলা পরিষদের সদস্যর নাম শি অং খুমী।
শি অং খুমী বলেন, খুমীরা বর্তমানে বিসিএসের স্বপ্ন দেখেন না। এদের মধ্যে স্নাতক পাস করেছেন মাত্র ৫ জন। সরকারি চাকরি করছেন ১৪ থেকে ১৫ জন। এদের মধ্যে একজন প্রধান শিক্ষক। ১০ জন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। এর ওপরের পদে কোনো চাকরিজীবী নেই।
খুমীদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। তারা তিন ধর্ম অনুসরণ করে। এদের একটি অংশ ম্রোদের ক্রামা ধর্ম, একটি অংশ খ্রিষ্টান, আরেকটি অংশ বৌদ্ধ ধর্ম পালন করেন। সামাজিক উৎসবের মধ্যে সাংক্রাইন বলা হলেও এরা এ সময় বড় উৎসব করে না। প্রকৃতির ওপর নির্ভরশীল এ জনগোষ্ঠী বড় উৎসবের আয়োজন তখনই, যখন নতুন ধান ঘরে তুলে। খুমীরা বিয়ের সময়, নতুন ঘরে ওঠার সময়, কোনো অসুস্থ ব্যক্তির রোগ মুক্তির কামনায় বা প্রত্যাশার চাইতে অতিরিক্ত ফসল পেলে পশু মেরে অনুষ্ঠান করেন।
খুমীদের একমাত্র স্নাতকোত্তর করা লেলুং খুমী বলেন, খুমীদের অস্তিত্ব ধরে রাখতে হলে রাষ্ট্রকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। খুমীরা সব ক্ষেত্রে বঞ্চিত। এদের জন্য আলাদা কোটা ব্যবস্থা রাখতে হবে। না হলে আমরা হারিয়ে যাব।
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৩-২৪-এর আশপাশে। এখনো জ্ঞান ফেরেনি তাঁর। এ বিষয়ে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান।
১ ঘণ্টা আগে‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৫ আ
১ ঘণ্টা আগেবান্দরবান শহরের পুলিশ লাইনসের চারতলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
২ ঘণ্টা আগেক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে