বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ভ্যানচালককে গলা কেটে হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বাগেরহাট জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
ভ্যানচালক ওবায়দুল সিকদার (৩০) হত্যার সাত বছর পর এই রায় দিলেন আদালত। নিহত মো. ওবায়দুল সিকদার জেলার মোরেলগঞ্জ উপজেলার কড়াবৌলা গ্রামের জহর সিকদারের ছেলে।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের মুনসুর শেখের ছেলে ইমরান শেখ (২৭) এবং একই গ্রামের বাবুল সিকদারের ছেলে ইব্রাহিম সিকদার (৩০)। খালাসপ্রাপ্তরা হলেন ইমরুল শেখ ও উজ্জ্বল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহম্মদ আলী বলেন, ২০১৬ সালের ৩০ এপ্রিল মোরেলগঞ্জ উপজেলার কড়াবৌলা গ্রামের ভ্যানচালক মো. ওবায়দুল সিকদার রোজগারের জন্য বাড়ি থেকে বের হন। ওই দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের এক সপ্তাহ পর ৬ মে পাশের দাসখালী গ্রামের মনির সরদারের বাগান থেকে ওবায়দুলের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন নিহতের বাবা জহর সিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিআইডির পরিদর্শক কানাই লাল মজুমদার তদন্তে নেমে ইমরান শেখকে গ্রেপ্তার করলে তিনি ওবায়দুলের ভ্যানটি ছিনতাই করতে তাঁকে জবাই করে হত্যা করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কানাই লাল মজুমদার দীর্ঘ তদন্ত শেষে মামলার ২০২২ সালের ২৭ আগস্ট ইমরান, ইব্রাহিম, ইমরুল ও উজ্জ্বল—এই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দুজনকে যাবজ্জীবন ও দুজনকে খালাস দিয়ে এই রায় ঘোষণা করেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সাহা অসীম কুমার।
বাগেরহাটের মোরেলগঞ্জে ভ্যানচালককে গলা কেটে হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বাগেরহাট জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
ভ্যানচালক ওবায়দুল সিকদার (৩০) হত্যার সাত বছর পর এই রায় দিলেন আদালত। নিহত মো. ওবায়দুল সিকদার জেলার মোরেলগঞ্জ উপজেলার কড়াবৌলা গ্রামের জহর সিকদারের ছেলে।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের মুনসুর শেখের ছেলে ইমরান শেখ (২৭) এবং একই গ্রামের বাবুল সিকদারের ছেলে ইব্রাহিম সিকদার (৩০)। খালাসপ্রাপ্তরা হলেন ইমরুল শেখ ও উজ্জ্বল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহম্মদ আলী বলেন, ২০১৬ সালের ৩০ এপ্রিল মোরেলগঞ্জ উপজেলার কড়াবৌলা গ্রামের ভ্যানচালক মো. ওবায়দুল সিকদার রোজগারের জন্য বাড়ি থেকে বের হন। ওই দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের এক সপ্তাহ পর ৬ মে পাশের দাসখালী গ্রামের মনির সরদারের বাগান থেকে ওবায়দুলের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন নিহতের বাবা জহর সিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিআইডির পরিদর্শক কানাই লাল মজুমদার তদন্তে নেমে ইমরান শেখকে গ্রেপ্তার করলে তিনি ওবায়দুলের ভ্যানটি ছিনতাই করতে তাঁকে জবাই করে হত্যা করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কানাই লাল মজুমদার দীর্ঘ তদন্ত শেষে মামলার ২০২২ সালের ২৭ আগস্ট ইমরান, ইব্রাহিম, ইমরুল ও উজ্জ্বল—এই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দুজনকে যাবজ্জীবন ও দুজনকে খালাস দিয়ে এই রায় ঘোষণা করেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সাহা অসীম কুমার।
ফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
৪১ মিনিট আগেনীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
২ ঘণ্টা আগে