বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি
সাগরে মাছ না পাওয়ায় বিপাকে পড়েছেন দুবলারচরের শুঁটকিপল্লির জেলেরা। গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে তেমন মাছ পাচ্ছেন না। এদিকে মাছের সংকটে মহাজনেরাও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। জেলেদের ধারণা, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজালের’ কারণে এই পরিস্থিতি হতে পারে।
দুবলারচরের আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোহতাসিম ফরাজী বলেন, গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে মাছ পাওয়া যাচ্ছে না। মাছ না পেয়ে জেলেরা ক্ষতির মুখে পড়েছেন। তিন-চার ঘণ্টা ট্রলার চালিয়ে সাগরের গভীরে গিয়েও জাল ফেলে মাছ পাওয়া যায় না। এমন অবস্থা ট্রলারের তেল খরচের টাকাও উঠছে না। গত ২৫-৩০ বছরের মধ্যে দুবলার শুঁটকিপল্লির জেলেরা এমন সংকটে পড়েননি।
সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের কারণে এ ধরনের পরিস্থিতি হতে পারে বলে জানান, শরণখোলার আর এক জেলে রফিজ ফকির।
সাগরের আরেক জেলে পিরোজপুর জেলার মঠবড়িয়ার মোতাহার ফরাজি বলেন, সাগরের যে অবস্থা, এতে এবার তাঁদের লোকসানে পড়তে হবে। মহাজনের দেনা মাথায় নিয়ে বাড়ি ফিরতে হবে।
শেলারচরের জেলে মো. সোলায়মান বলেন, ‘৪০-৫০ বছর ধরে সাগরে মাছ ধরি, কিন্তু এবারের মতো মাছের সংকট দেখিনি।’
জেলেপল্লি দুবলারচরের সহকর্মকর্তা আসাদুজ্জামান (ফরেস্টার) জানান, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান। মাছের সংকটে রাজস্ব কম হবে বলে ধারণা করা হচ্ছে।
দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত গোণে (মাছ ধরার সময়) দুবলার জেলেরা সাগরে কোনো মাছ পাননি। ফলে জেলে ও মহাজনেরা বিপুল অঙ্কের আর্থিক সংকটে পরবেন বলে ধারণা করা যাচ্ছে।
সাগরে মাছ না পাওয়ায় বিপাকে পড়েছেন দুবলারচরের শুঁটকিপল্লির জেলেরা। গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে তেমন মাছ পাচ্ছেন না। এদিকে মাছের সংকটে মহাজনেরাও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। জেলেদের ধারণা, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজালের’ কারণে এই পরিস্থিতি হতে পারে।
দুবলারচরের আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোহতাসিম ফরাজী বলেন, গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে মাছ পাওয়া যাচ্ছে না। মাছ না পেয়ে জেলেরা ক্ষতির মুখে পড়েছেন। তিন-চার ঘণ্টা ট্রলার চালিয়ে সাগরের গভীরে গিয়েও জাল ফেলে মাছ পাওয়া যায় না। এমন অবস্থা ট্রলারের তেল খরচের টাকাও উঠছে না। গত ২৫-৩০ বছরের মধ্যে দুবলার শুঁটকিপল্লির জেলেরা এমন সংকটে পড়েননি।
সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের কারণে এ ধরনের পরিস্থিতি হতে পারে বলে জানান, শরণখোলার আর এক জেলে রফিজ ফকির।
সাগরের আরেক জেলে পিরোজপুর জেলার মঠবড়িয়ার মোতাহার ফরাজি বলেন, সাগরের যে অবস্থা, এতে এবার তাঁদের লোকসানে পড়তে হবে। মহাজনের দেনা মাথায় নিয়ে বাড়ি ফিরতে হবে।
শেলারচরের জেলে মো. সোলায়মান বলেন, ‘৪০-৫০ বছর ধরে সাগরে মাছ ধরি, কিন্তু এবারের মতো মাছের সংকট দেখিনি।’
জেলেপল্লি দুবলারচরের সহকর্মকর্তা আসাদুজ্জামান (ফরেস্টার) জানান, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান। মাছের সংকটে রাজস্ব কম হবে বলে ধারণা করা হচ্ছে।
দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত গোণে (মাছ ধরার সময়) দুবলার জেলেরা সাগরে কোনো মাছ পাননি। ফলে জেলে ও মহাজনেরা বিপুল অঙ্কের আর্থিক সংকটে পরবেন বলে ধারণা করা যাচ্ছে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৬ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৬ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৬ ঘণ্টা আগে