নিজস্ব প্রতিবেদক
সংক্রমণ ভয়ানক বেড়ে যাওয়ায় মার্চের শুরুতেই টিকা রপ্তানি স্থগিত ঘোষণা করে ভারত সরকার। ফলে সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির বাকি টিকা সময়মতো পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যেখানে এই মুহূর্তে দ্বিতীয় ডোজ টিকার জন্য প্রয়োজনের চেয়ে ১২ লাখের বেশি ডোজ ঘাটতি রয়েছে। প্রথম ডোজ দেওয়া অব্যাহত থাকলে ঘাটতির পরিমাণ আরও বাড়বে।
এ পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে রাশিয়া ও চীনের টিকা আমদানির চেষ্টা করছে সরকার। এরই মধ্যে রাশিয়া তাদের স্পুটনিক–৫ টিকার ফর্মুলা দিতে চেয়েছে। ফলে দেশেই কোভিড টিকা উৎপাদনের পথ খুলে গেছে।
আজ শনিবার সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছেন, এবছরই টিকা উৎপাদনে যাওয়ার পরিকল্পনা বেক্সিমকোর নেই। তিনি বরং সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির বাকি টিকা আনার ব্যাপারে সরকারি পর্যায়ে জোরালো পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।
তিন কোটি ডোজ টিকা কিনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত বছরের নভেম্বরে চুক্তি করে বাংলাদেশ। ওই টিকা সরবরাহের দায়িত্বে আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা। তবে এখন পর্যন্ত দুই ধাপে ৭০ লাখ ডোজ দিয়েছে সেরাম।
আজ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান।
এসময় দেশে টিকা উৎপাদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বেক্সিমকোর প্ল্যান ছিল ভ্যাকসিন এনে দিয়ে সরকারকে সহায়তা করা। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি তাতে করে না বানানো ছাড়া কোনো পথ নেই। এ বছরের মধ্যেই আশা করছি লোকাল প্রোডাকশন ছাড়া কোনো পথ নেই। এমন কোনো ওষুধ নেই যেটা বাংলাদেশ বানাতে পারে না।’
তবে চলতি বছরের মধ্যে টিকা উৎপাদন করতে বেক্সিমকোর কোনো পরিকল্পনা নেই বলে উল্লেখ করেন পাপন। সেই সঙ্গে টিকা উৎপাদনের মতো অবকাঠামো ও অন্যান্য সুবিধা যাদের আছে তারা এখনো কেন এগিয়ে এল না– এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আগামী দুই মাসের মধ্যে প্রচুর ভ্যাকসিন চলে আসবে উল্লেখ করে বেক্সিমকোর এমডি বলেন, জুন পর্যন্ত সংকট থাকবে, জুনের পরে কোনো সংকট থাকবে না।
সরকার অনুনমোদিত কোনো কোভিড ভ্যাকসিন নিলে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্সকে সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
সংক্রমণ ভয়ানক বেড়ে যাওয়ায় মার্চের শুরুতেই টিকা রপ্তানি স্থগিত ঘোষণা করে ভারত সরকার। ফলে সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির বাকি টিকা সময়মতো পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যেখানে এই মুহূর্তে দ্বিতীয় ডোজ টিকার জন্য প্রয়োজনের চেয়ে ১২ লাখের বেশি ডোজ ঘাটতি রয়েছে। প্রথম ডোজ দেওয়া অব্যাহত থাকলে ঘাটতির পরিমাণ আরও বাড়বে।
এ পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে রাশিয়া ও চীনের টিকা আমদানির চেষ্টা করছে সরকার। এরই মধ্যে রাশিয়া তাদের স্পুটনিক–৫ টিকার ফর্মুলা দিতে চেয়েছে। ফলে দেশেই কোভিড টিকা উৎপাদনের পথ খুলে গেছে।
আজ শনিবার সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছেন, এবছরই টিকা উৎপাদনে যাওয়ার পরিকল্পনা বেক্সিমকোর নেই। তিনি বরং সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির বাকি টিকা আনার ব্যাপারে সরকারি পর্যায়ে জোরালো পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।
তিন কোটি ডোজ টিকা কিনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত বছরের নভেম্বরে চুক্তি করে বাংলাদেশ। ওই টিকা সরবরাহের দায়িত্বে আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা। তবে এখন পর্যন্ত দুই ধাপে ৭০ লাখ ডোজ দিয়েছে সেরাম।
আজ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান।
এসময় দেশে টিকা উৎপাদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বেক্সিমকোর প্ল্যান ছিল ভ্যাকসিন এনে দিয়ে সরকারকে সহায়তা করা। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি তাতে করে না বানানো ছাড়া কোনো পথ নেই। এ বছরের মধ্যেই আশা করছি লোকাল প্রোডাকশন ছাড়া কোনো পথ নেই। এমন কোনো ওষুধ নেই যেটা বাংলাদেশ বানাতে পারে না।’
তবে চলতি বছরের মধ্যে টিকা উৎপাদন করতে বেক্সিমকোর কোনো পরিকল্পনা নেই বলে উল্লেখ করেন পাপন। সেই সঙ্গে টিকা উৎপাদনের মতো অবকাঠামো ও অন্যান্য সুবিধা যাদের আছে তারা এখনো কেন এগিয়ে এল না– এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আগামী দুই মাসের মধ্যে প্রচুর ভ্যাকসিন চলে আসবে উল্লেখ করে বেক্সিমকোর এমডি বলেন, জুন পর্যন্ত সংকট থাকবে, জুনের পরে কোনো সংকট থাকবে না।
সরকার অনুনমোদিত কোনো কোভিড ভ্যাকসিন নিলে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্সকে সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
১ মিনিট আগেচট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
৩০ মিনিট আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক–সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝড়ছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াই কাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন কৃষকের
৩০ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)। আজ শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে