নিজস্ব প্রতিবেদক
সংক্রমণ ভয়ানক বেড়ে যাওয়ায় মার্চের শুরুতেই টিকা রপ্তানি স্থগিত ঘোষণা করে ভারত সরকার। ফলে সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির বাকি টিকা সময়মতো পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যেখানে এই মুহূর্তে দ্বিতীয় ডোজ টিকার জন্য প্রয়োজনের চেয়ে ১২ লাখের বেশি ডোজ ঘাটতি রয়েছে। প্রথম ডোজ দেওয়া অব্যাহত থাকলে ঘাটতির পরিমাণ আরও বাড়বে।
এ পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে রাশিয়া ও চীনের টিকা আমদানির চেষ্টা করছে সরকার। এরই মধ্যে রাশিয়া তাদের স্পুটনিক–৫ টিকার ফর্মুলা দিতে চেয়েছে। ফলে দেশেই কোভিড টিকা উৎপাদনের পথ খুলে গেছে।
আজ শনিবার সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছেন, এবছরই টিকা উৎপাদনে যাওয়ার পরিকল্পনা বেক্সিমকোর নেই। তিনি বরং সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির বাকি টিকা আনার ব্যাপারে সরকারি পর্যায়ে জোরালো পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।
তিন কোটি ডোজ টিকা কিনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত বছরের নভেম্বরে চুক্তি করে বাংলাদেশ। ওই টিকা সরবরাহের দায়িত্বে আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা। তবে এখন পর্যন্ত দুই ধাপে ৭০ লাখ ডোজ দিয়েছে সেরাম।
আজ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান।
এসময় দেশে টিকা উৎপাদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বেক্সিমকোর প্ল্যান ছিল ভ্যাকসিন এনে দিয়ে সরকারকে সহায়তা করা। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি তাতে করে না বানানো ছাড়া কোনো পথ নেই। এ বছরের মধ্যেই আশা করছি লোকাল প্রোডাকশন ছাড়া কোনো পথ নেই। এমন কোনো ওষুধ নেই যেটা বাংলাদেশ বানাতে পারে না।’
তবে চলতি বছরের মধ্যে টিকা উৎপাদন করতে বেক্সিমকোর কোনো পরিকল্পনা নেই বলে উল্লেখ করেন পাপন। সেই সঙ্গে টিকা উৎপাদনের মতো অবকাঠামো ও অন্যান্য সুবিধা যাদের আছে তারা এখনো কেন এগিয়ে এল না– এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আগামী দুই মাসের মধ্যে প্রচুর ভ্যাকসিন চলে আসবে উল্লেখ করে বেক্সিমকোর এমডি বলেন, জুন পর্যন্ত সংকট থাকবে, জুনের পরে কোনো সংকট থাকবে না।
সরকার অনুনমোদিত কোনো কোভিড ভ্যাকসিন নিলে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্সকে সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
সংক্রমণ ভয়ানক বেড়ে যাওয়ায় মার্চের শুরুতেই টিকা রপ্তানি স্থগিত ঘোষণা করে ভারত সরকার। ফলে সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির বাকি টিকা সময়মতো পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যেখানে এই মুহূর্তে দ্বিতীয় ডোজ টিকার জন্য প্রয়োজনের চেয়ে ১২ লাখের বেশি ডোজ ঘাটতি রয়েছে। প্রথম ডোজ দেওয়া অব্যাহত থাকলে ঘাটতির পরিমাণ আরও বাড়বে।
এ পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে রাশিয়া ও চীনের টিকা আমদানির চেষ্টা করছে সরকার। এরই মধ্যে রাশিয়া তাদের স্পুটনিক–৫ টিকার ফর্মুলা দিতে চেয়েছে। ফলে দেশেই কোভিড টিকা উৎপাদনের পথ খুলে গেছে।
আজ শনিবার সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছেন, এবছরই টিকা উৎপাদনে যাওয়ার পরিকল্পনা বেক্সিমকোর নেই। তিনি বরং সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির বাকি টিকা আনার ব্যাপারে সরকারি পর্যায়ে জোরালো পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।
তিন কোটি ডোজ টিকা কিনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত বছরের নভেম্বরে চুক্তি করে বাংলাদেশ। ওই টিকা সরবরাহের দায়িত্বে আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা। তবে এখন পর্যন্ত দুই ধাপে ৭০ লাখ ডোজ দিয়েছে সেরাম।
আজ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান।
এসময় দেশে টিকা উৎপাদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বেক্সিমকোর প্ল্যান ছিল ভ্যাকসিন এনে দিয়ে সরকারকে সহায়তা করা। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি তাতে করে না বানানো ছাড়া কোনো পথ নেই। এ বছরের মধ্যেই আশা করছি লোকাল প্রোডাকশন ছাড়া কোনো পথ নেই। এমন কোনো ওষুধ নেই যেটা বাংলাদেশ বানাতে পারে না।’
তবে চলতি বছরের মধ্যে টিকা উৎপাদন করতে বেক্সিমকোর কোনো পরিকল্পনা নেই বলে উল্লেখ করেন পাপন। সেই সঙ্গে টিকা উৎপাদনের মতো অবকাঠামো ও অন্যান্য সুবিধা যাদের আছে তারা এখনো কেন এগিয়ে এল না– এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আগামী দুই মাসের মধ্যে প্রচুর ভ্যাকসিন চলে আসবে উল্লেখ করে বেক্সিমকোর এমডি বলেন, জুন পর্যন্ত সংকট থাকবে, জুনের পরে কোনো সংকট থাকবে না।
সরকার অনুনমোদিত কোনো কোভিড ভ্যাকসিন নিলে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্সকে সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
কক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৪২ মিনিট আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
১ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
২ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নুর ইসলাম (৫৫) নামের আরেকজন আহত হন।
২ ঘণ্টা আগে