Ajker Patrika

কবর খননে প্রতিপক্ষের হামলা-বাধা, সাড়ে ৪ ঘণ্টা পর লাশ অন্যত্র দাফন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
লাশ দাফনের জন্য কবর খনন করতে গিয়ে স্বজনেরা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ছবি: আজকের পত্রিকা
লাশ দাফনের জন্য কবর খনন করতে গিয়ে স্বজনেরা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে এক নারীর লাশ দাফনের জন্য কবর খনন করতে গিয়ে স্বজনেরা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হন। প্রতিপক্ষের হামলা আর বাধার মুখে সাড়ে চার ঘণ্টা পর লাশ অন্যত্র দাফন করা হয়।

আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের চরদমদমা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নারী হালিমা বেগম (৬৫) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের চরদমদমা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিনের স্ত্রী।

আহত চারজন হলেন বিউটি আক্তার (৩৪), সোহেল রানা (২৩), জুয়েল (২২), আজিম উদ্দিন (৩৬)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

মৃত নারীর ভাতিজা সাখাওয়াত হোসেন বলেন, ‘আজ সকালে আমার চাচি হালিমা বেগম বার্ধক্যের কারণে মারা যান। লাশ দাফনের জন্য বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে কবর খনন করতে যাই। এ সময় প্রতিপক্ষের গিয়াস উদ্দিন, ইসব আলী ও শরাফত আলীর নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে এসে কবর খননে বাধা দেয়। আমরা কবর খনন করতে গেলে ওরা আমাদের মারধর শুরু করে। হামলায় আমাদের পাঁচজন আহত হয়েছে।’

সাখাওয়াত বলেন, যে কবরস্থানের জমি ওরা দাবি করছে, সেখান দাদাসহ পূর্বপুরুষদের দাফন করা হয়েছে। অথচ আজ চাচিকে দাফন করতে দিল না। বিকেল ৪টায় জানাজার সময় ছিল। কিন্তু কবরস্থান নিয়ে বিরোধের কারণে শেষ পর্যন্ত রাত সাড়ে আটটায় জানাজা শেষে লাশ অন্যত্র দাফন করতে হয়।

অভিযুক্ত গিয়াস উদ্দিন বলেন, ‘যেখানে লাশ দাফন করতে চায়, সেটা আমাদের জমি। আমাদের জমিতে লাশ দাফন করতে বাধা দিয়েছি। আমরা কাউকে মারধর করিনি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই ফের সশস্ত্র হয়েছে হামাস: ট্রাম্প

হেফাজতে থাকা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে সাময়িকভাবে কারাগার হচ্ছে

যোগী আদিত্যনাথ অনুপ্রবেশকারী, ফেরত পাঠানো হোক তাঁকে: অখিলেশ যাদব

জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর পক্ষে স্বাক্ষর করবেন যাঁরা

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত