Ajker Patrika

কিশোরগঞ্জে মানা হচ্ছেনা কোন নিষেধাজ্ঞা

প্রতিনিধি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে মানা হচ্ছেনা কোন নিষেধাজ্ঞা

সারাদেশে সরকার ঘোষিত ১১ দফা নির্দেশনা কার্যকরের প্রথমদিনেই কিশোরগঞ্জে মানা হচ্ছেনা কোন স্বাস্থ্যবিধি। সকাল থেকেই চলছে গণপরিবহন। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও জেলা শহরে ছোট ছোট যানবাহন চলাচল করছে অন্যান্য দিনের মতোই।

সরেজমিনে দেখা গেছে, কেউ মানছেনা স্বাস্থ্যবিধি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই অবাধে চলছে বেচাকেনা।

এসব বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসউদ আজকের পত্রিকাকে বলেন, নিষেধাজ্ঞায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারিকরা প্রজ্ঞাপনের সকল বিধি জনগণকে মানতে হবে। এসকল বিধিমালা কার্যকর করতে সকালে ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম ও বিকালে দুটি টিম মাঠে রয়েছে।

লকডাউনের সময়ও জেলা শহরে যানবাহন চলাচল, কাঁচাবাজারগুলোতে স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়গুলো নিয়ে খুব দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলী পরিচালনার পাশাপাশি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই সাতদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত