ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (৯৯) মারা গেছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এ খবর নিশ্চিত করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজ-পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, ডিউক অব এডিনবার্গ আজ শুক্রবার সকালে রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্যালেস থেকে বিবৃতে বলা হয়েছে, গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, মহামান্য রানি তাঁর স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের মৃত্যুর কথা জানিয়েছেন।
ডিউক অব এডিনবার্গ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। বিয়ের পাঁচ বছরের মাথায় দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের রানি হন। আর তখন থেকে দীর্ঘ ৬৯ বছর রানির পাশেই ছিলেন প্রিন্স ফিলিপ।
ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে প্রিন্স ফিলিপই কোনো রাজা বা রানির দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন।
ফেব্রুয়ারি মাসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।একটু সুস্থ হলে এক মাস পর রাজপ্রাসাদে ফিরে আসেন।
প্রিন্সের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার।
এর আগে ২০১৭ সালে ৯৬ বছর বয়সে প্রিন্স অবসরের ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহনের পর থেকে নৌবাহীনির সাবেক কর্মকর্তা ফিলিপ ২২ হাজার ২২৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। জীবদ্দশায় ৬৩৭বার তিনি বিদেশ সফরে গেছেন। বিভিন্ন অনুষ্ঠানে সাড়ে পাঁচ হাজারের বেশি বক্তব্য দিয়েছেন।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (৯৯) মারা গেছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এ খবর নিশ্চিত করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজ-পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, ডিউক অব এডিনবার্গ আজ শুক্রবার সকালে রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্যালেস থেকে বিবৃতে বলা হয়েছে, গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, মহামান্য রানি তাঁর স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের মৃত্যুর কথা জানিয়েছেন।
ডিউক অব এডিনবার্গ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। বিয়ের পাঁচ বছরের মাথায় দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের রানি হন। আর তখন থেকে দীর্ঘ ৬৯ বছর রানির পাশেই ছিলেন প্রিন্স ফিলিপ।
ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে প্রিন্স ফিলিপই কোনো রাজা বা রানির দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন।
ফেব্রুয়ারি মাসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।একটু সুস্থ হলে এক মাস পর রাজপ্রাসাদে ফিরে আসেন।
প্রিন্সের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার।
এর আগে ২০১৭ সালে ৯৬ বছর বয়সে প্রিন্স অবসরের ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহনের পর থেকে নৌবাহীনির সাবেক কর্মকর্তা ফিলিপ ২২ হাজার ২২৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। জীবদ্দশায় ৬৩৭বার তিনি বিদেশ সফরে গেছেন। বিভিন্ন অনুষ্ঠানে সাড়ে পাঁচ হাজারের বেশি বক্তব্য দিয়েছেন।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৬ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
২৯ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৭ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৭ মিনিট আগে