ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (৯৯) মারা গেছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এ খবর নিশ্চিত করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজ-পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, ডিউক অব এডিনবার্গ আজ শুক্রবার সকালে রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্যালেস থেকে বিবৃতে বলা হয়েছে, গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, মহামান্য রানি তাঁর স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের মৃত্যুর কথা জানিয়েছেন।
ডিউক অব এডিনবার্গ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। বিয়ের পাঁচ বছরের মাথায় দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের রানি হন। আর তখন থেকে দীর্ঘ ৬৯ বছর রানির পাশেই ছিলেন প্রিন্স ফিলিপ।
ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে প্রিন্স ফিলিপই কোনো রাজা বা রানির দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন।
ফেব্রুয়ারি মাসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।একটু সুস্থ হলে এক মাস পর রাজপ্রাসাদে ফিরে আসেন।
প্রিন্সের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার।
এর আগে ২০১৭ সালে ৯৬ বছর বয়সে প্রিন্স অবসরের ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহনের পর থেকে নৌবাহীনির সাবেক কর্মকর্তা ফিলিপ ২২ হাজার ২২৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। জীবদ্দশায় ৬৩৭বার তিনি বিদেশ সফরে গেছেন। বিভিন্ন অনুষ্ঠানে সাড়ে পাঁচ হাজারের বেশি বক্তব্য দিয়েছেন।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (৯৯) মারা গেছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এ খবর নিশ্চিত করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজ-পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, ডিউক অব এডিনবার্গ আজ শুক্রবার সকালে রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্যালেস থেকে বিবৃতে বলা হয়েছে, গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, মহামান্য রানি তাঁর স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের মৃত্যুর কথা জানিয়েছেন।
ডিউক অব এডিনবার্গ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। বিয়ের পাঁচ বছরের মাথায় দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের রানি হন। আর তখন থেকে দীর্ঘ ৬৯ বছর রানির পাশেই ছিলেন প্রিন্স ফিলিপ।
ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে প্রিন্স ফিলিপই কোনো রাজা বা রানির দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন।
ফেব্রুয়ারি মাসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।একটু সুস্থ হলে এক মাস পর রাজপ্রাসাদে ফিরে আসেন।
প্রিন্সের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার।
এর আগে ২০১৭ সালে ৯৬ বছর বয়সে প্রিন্স অবসরের ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহনের পর থেকে নৌবাহীনির সাবেক কর্মকর্তা ফিলিপ ২২ হাজার ২২৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। জীবদ্দশায় ৬৩৭বার তিনি বিদেশ সফরে গেছেন। বিভিন্ন অনুষ্ঠানে সাড়ে পাঁচ হাজারের বেশি বক্তব্য দিয়েছেন।
লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুর। শুধু সেপ্টেম্বরে সরকারি হিসাব অনুযায়ী, সদর হাসপাতালে কুকুর ও বিড়ালের আক্রমণের শিকার হয়ে আট শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের বেশির ভাগই শিশু। আক্রান্ত ব্যক্তিদের টিকা দিতে গিয়ে হিমশিত খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
৪ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বিনা মূল্যের সেবা পেতেও টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খামারিরা বলছেন, হাসপাতালটিতে ঠিকমতো চিকিৎসা মেলে না। এদিকে ভেটেরিনারি সার্জন হাসপাতালে পশুর চিকিৎসা না দিয়ে বাড়ি গিয়ে দিতে চান। এর জন্য তাঁকে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দিতে
৪ ঘণ্টা আগেতরুণ নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রায় এক ডজন প্রার্থী খুলনার ৬টি সংসদীয় আসনে মনোনয়ন পেতে জোর তৎপরতা শুরু করেছেন। মনোনয়নপ্রত্যাশীদের বড় অংশ বয়সে তরুণ এবং নির্বাচনী মাঠে নতুন মুখ। তবে বয়সে তরুণ হলেও উদ্যম, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় উন্নয়নে ভূমিকা তাঁদের সম্ভাবনাময় প্রার্থীতে পরিণত করব
৫ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের পাশের একটি দেয়াল ভেঙে চোরেরা প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। গত রোববার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে একটি সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল।
৬ ঘণ্টা আগে