Ajker Patrika

ইউক্রেন কি আসলেই ঘুরে দাঁড়িয়েছে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৫: ১২
ইউক্রেন কি আসলেই ঘুরে দাঁড়িয়েছে

রুশ সেনাদের ওপর এবার দুর্দমনীয় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। বাড়ানো হয়েছে সেনা ও অস্ত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, রুশদের দখলে চলে যাওয়া গ্রাম আর ছোট শহরগুলো এক এক করে পুনরুদ্ধার করছে ইউক্রেনের সেনারা। এ ব্যাপারে রাশিয়া তেমন কোনো প্রতিক্রিয়া না জানালেও ইউক্রেনে রুশ বাহিনীর সক্ষমতার সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ।

ইউক্রেন সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ গতকাল সোমবার ফেসবুকে দাবি করেছেন, মাত্র ২৪ ঘণ্টায় পূর্ব ইউক্রেনে পাল্টা আক্রমণ চালিয়ে রুশ বাহিনীর কাছ থেকে ২০টি গ্রাম ও শহর পুনরুদ্ধার করা হয়েছে। এসব এলাকায় আগের মতো স্থিতিশীল কার্যক্রম চালুর প্রস্তুতি শুরু হয়েছে। কিয়েভের মতে, চলতি মাসে পূর্ব ইউক্রেনের ৩ হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

খারকিভে নিয়োগ করা মস্কোপন্থি প্রশাসন বলছে, এরই মধ্যে রাশিয়া ও রুশপন্থি সেনাদের চেয়ে আট গুণ ইউক্রেন সেনা যুদ্ধে নেমেছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল রসিয়া-২৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে ভাইটালি গারচেভ নামের এক কর্মকর্তা বলেন, খারকিভের উত্তরের দিকের কিছু এলাকা এরই মধ্যে নিজেদের দখলে নিয়ে নিয়েছে ইউক্রেন বাহিনী। সেখান থেকে রুশপন্থি ৫ হাজার মানুষকে রাশিয়ায় সরিয়ে নিতে বাধ্য হয়েছেন তাঁরা।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ‘সম্ভবত’ খারকিভ থেকে তাদের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। গত শনিবার পূর্ব ইউক্রেনের ইজিয়াম এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ হারায় রুশ সেনারা। এ নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ।

একের পর এক এলাকা ইউক্রেনের হাতে চলে যাওয়ার খবরের মধ্যেই গত রোববার খারকিভের বেশির ভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে রাশিয়াকে দায়ী করছে ইউক্রেন। ইউক্রেনের একটি বিদ্যুৎকেন্দ্রসহ দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে রুশ বাহিনী হামলা চালানোর পর এই সংকট দেখা দিয়েছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত