অনলাইন ডেস্ক
হামলা চালিয়ে ইরান সরকারের জন্য জনসমর্থন অর্জনের পথ খুলে দিচ্ছে ইসরায়েল—এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তেহরানভিত্তিক সাংবাদিক ও গবেষক আব্বাস আসলানি বলেন, এত দিন যাঁরা সরকারবিরোধী অবস্থানে ছিলেন, তাঁরাও এখন সরকারকে সমর্থন দিচ্ছেন।
তাঁর মতে, ইসরায়েলের সাম্প্রতিক হামলা ক্ষমতাসীন কট্টরপন্থীদের অবস্থানকে আরও শক্তিশালী করতে সাহায্য করছে। তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানি সশস্ত্র বাহিনী যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে দেশের মানুষের সমর্থন রয়েছে। আগে যাঁরা যুদ্ধবিগ্রহ অপছন্দ করতেন, তাঁরাও এখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক জবাব চাচ্ছেন।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক এইচএ হেলিয়ার বলেন, এই পরিস্থিতি ইরানের মধ্যে কট্টর অবস্থানের প্রবক্তাদের আরও শক্তিশালী করছে। কারণ, তাঁরা মনে করছেন, যুক্তরাষ্ট্র তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। তাই তাঁরা এখন প্রতিশোধ চান।
হেলিয়ার আরও বলেন, ‘যখন আলোচনা চলছিল, তখন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে যুদ্ধ থামাতে কোনো চাপ দেয়নি—এই বাস্তবতায় ইরানিরা এখন যুদ্ধকেই সঠিক জবাব মনে করছেন। আর এতে কট্টরপন্থীদের শক্তি যে বহুগুণে বাড়বে, তা ধারণা করা খুব কঠিন কিছু নয়।’
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার এই আবহে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও একধরনের পটপরিবর্তন হচ্ছে। সরকারবিরোধী শিবিরের মধ্যেও এখন জাতীয়তাবাদী আবেগ ও প্রতিরোধের মনোভাব স্পষ্ট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ইরানের রাজনৈতিক বিভাজন স্বল্প সময়ের জন্য হলেও বিলীন হবে বলে মনে করেন অনেকে।
হামলা চালিয়ে ইরান সরকারের জন্য জনসমর্থন অর্জনের পথ খুলে দিচ্ছে ইসরায়েল—এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তেহরানভিত্তিক সাংবাদিক ও গবেষক আব্বাস আসলানি বলেন, এত দিন যাঁরা সরকারবিরোধী অবস্থানে ছিলেন, তাঁরাও এখন সরকারকে সমর্থন দিচ্ছেন।
তাঁর মতে, ইসরায়েলের সাম্প্রতিক হামলা ক্ষমতাসীন কট্টরপন্থীদের অবস্থানকে আরও শক্তিশালী করতে সাহায্য করছে। তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানি সশস্ত্র বাহিনী যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে দেশের মানুষের সমর্থন রয়েছে। আগে যাঁরা যুদ্ধবিগ্রহ অপছন্দ করতেন, তাঁরাও এখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক জবাব চাচ্ছেন।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক এইচএ হেলিয়ার বলেন, এই পরিস্থিতি ইরানের মধ্যে কট্টর অবস্থানের প্রবক্তাদের আরও শক্তিশালী করছে। কারণ, তাঁরা মনে করছেন, যুক্তরাষ্ট্র তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। তাই তাঁরা এখন প্রতিশোধ চান।
হেলিয়ার আরও বলেন, ‘যখন আলোচনা চলছিল, তখন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে যুদ্ধ থামাতে কোনো চাপ দেয়নি—এই বাস্তবতায় ইরানিরা এখন যুদ্ধকেই সঠিক জবাব মনে করছেন। আর এতে কট্টরপন্থীদের শক্তি যে বহুগুণে বাড়বে, তা ধারণা করা খুব কঠিন কিছু নয়।’
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার এই আবহে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও একধরনের পটপরিবর্তন হচ্ছে। সরকারবিরোধী শিবিরের মধ্যেও এখন জাতীয়তাবাদী আবেগ ও প্রতিরোধের মনোভাব স্পষ্ট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ইরানের রাজনৈতিক বিভাজন স্বল্প সময়ের জন্য হলেও বিলীন হবে বলে মনে করেন অনেকে।
নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, তিনি ইতিমধ্যে নির্বাহী আদেশে সই করেছেন এবং নতুন কোনো শর্ত আরোপ করা হচ্ছে না। একই সময়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও মার্কিন পণ্যে তাদের শুল্ক স্থগিতাদেশ একই মেয়াদে বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাদের পূর্বের চুক্তি শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে।
২ ঘণ্টা আগেবিশ্বজুড়েই ছাত্র ইউনিয়নগুলো জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে কাজ করে। ইতিহাস বলে, এই ছাত্ররাই সরকারকে দায়বদ্ধ করে তোলে এবং তরুণদের অধিকার রক্ষা করে। বাংলাদেশে অনেক ছাত্র নেতা পরবর্তীকালে মূলধারার রাজনীতিতে প্রবেশ...
২ দিন আগেশেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদ্যাপন ও বাংলাদেশের এক নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির আশায় হাজারো মানুষ গত সপ্তাহে ঢাকায় জড়ো হয়েছিলেন। বর্ষাস্নাত দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দলে নেতা, অধিকারকর্মীদের উপস্থিতিতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক ‘নয়া বাংলাদেশের’ ঘোষণাপত্র উন্মোচন করেছেন।
২ দিন আগেমিয়ানমারে জান্তা বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত ২৪ জুলাই মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর...
৩ দিন আগে