সম্পাদকীয়
মেহেদী হাসান ছিলেন উপমহাদেশের অন্যতম গজলসম্রাট। তিনি গায়ক, সুরস্রষ্টা এবং সংগীত পরিচালকও ছিলেন। তাঁর জন্ম ১৯২৭ সালের ১৮ জুলাই ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলার লুনা গ্রামে। বাবা ওস্তাদ আজিম আলী খান এবং চাচা ওস্তাদ ইসমাইল খান ছিলেন ধ্রুপদি সংগীতের প্রখ্যাত পণ্ডিত। কালাওয়ান্ত ঘরানার ষোলতম প্রজন্ম তিনি।
দেশভাগের সময় মেহেদীর পরিবার ভারত ছেড়ে পাকিস্তানের শাহিওয়াল এলাকায় স্থায়ী হয়। সে সময় তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর। দেশভাগের অভিঘাত তাঁর পরিবারের ওপর পড়ে। পরিবারের হাল ধরতে সাইকেল মেকানিকের কাজ শুরু করেন মেহেদী। তবে তিনি সংগীতচর্চা অব্যাহত রাখেন। ১৯৫৭ সালে তিনি ঠুমরি গায়ক হিসেবে পাকিস্তান বেতারে প্রথম গান গাওয়ার সুযোগ পান। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একসময় তিনি উর্দু কবিতা থেকে পরীক্ষামূলকভাবে গজল গাওয়া শুরু করেন।
মেহেদী হাসান দীর্ঘ পাঁচ দশকের সংগীতজীবনে উর্দু, বাংলা, পাঞ্জাবি ও আফগান ভাষায় ২৫ হাজারের বেশি গান গেয়েছেন। তাঁর গাওয়া বিখ্যাত গজল হলো—‘ম্যায় হোশ মে থা’, ‘রাফতা রাফতা ও মেরি হাস্তি কা সামা হো গ্যায়ে’, ‘দুনিয়া কিসিকে পেয়ার’, ‘জিন্দেগি মে তো সাবহি পেয়ার কিয়া কারতে হ্যায়’, ‘বাত কারনি মুঝে মুশকিল’, ‘খুলি জো আখ ওহ থা’, ‘আব কে হাম বিছরে’ প্রভৃতি। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘সরহদেঁ’তে পাকিস্তান থেকে তিনি আর ভারত থেকে লতা মঙ্গেশকর রেকর্ড করেছিলেন।
মেহেদী বাংলাদেশে প্রথম আসেন ১৯৮৫ সালে। বাংলা গানেও তিনি মুনশিয়ানার স্বাক্ষর রাখেন। ‘তুমি যে আমার ভালোবাসা’ ও ‘সুখেরই স্বপ্ন কে ভেঙে দিল’ গানে মেহেদী হাসানের সঙ্গে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লা। এর আগেও তিনি ‘হারানো দিনের কথা’, ‘এত ভালো লাগে কেন’ ও ‘ঢাকো যত না নয়ন’ গানেও কণ্ঠ দেন।
গানের এই কিংবদন্তি ২০১২ সালের ১৩ জুন মৃত্যুবরণ করেন।
মেহেদী হাসান ছিলেন উপমহাদেশের অন্যতম গজলসম্রাট। তিনি গায়ক, সুরস্রষ্টা এবং সংগীত পরিচালকও ছিলেন। তাঁর জন্ম ১৯২৭ সালের ১৮ জুলাই ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলার লুনা গ্রামে। বাবা ওস্তাদ আজিম আলী খান এবং চাচা ওস্তাদ ইসমাইল খান ছিলেন ধ্রুপদি সংগীতের প্রখ্যাত পণ্ডিত। কালাওয়ান্ত ঘরানার ষোলতম প্রজন্ম তিনি।
দেশভাগের সময় মেহেদীর পরিবার ভারত ছেড়ে পাকিস্তানের শাহিওয়াল এলাকায় স্থায়ী হয়। সে সময় তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর। দেশভাগের অভিঘাত তাঁর পরিবারের ওপর পড়ে। পরিবারের হাল ধরতে সাইকেল মেকানিকের কাজ শুরু করেন মেহেদী। তবে তিনি সংগীতচর্চা অব্যাহত রাখেন। ১৯৫৭ সালে তিনি ঠুমরি গায়ক হিসেবে পাকিস্তান বেতারে প্রথম গান গাওয়ার সুযোগ পান। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একসময় তিনি উর্দু কবিতা থেকে পরীক্ষামূলকভাবে গজল গাওয়া শুরু করেন।
মেহেদী হাসান দীর্ঘ পাঁচ দশকের সংগীতজীবনে উর্দু, বাংলা, পাঞ্জাবি ও আফগান ভাষায় ২৫ হাজারের বেশি গান গেয়েছেন। তাঁর গাওয়া বিখ্যাত গজল হলো—‘ম্যায় হোশ মে থা’, ‘রাফতা রাফতা ও মেরি হাস্তি কা সামা হো গ্যায়ে’, ‘দুনিয়া কিসিকে পেয়ার’, ‘জিন্দেগি মে তো সাবহি পেয়ার কিয়া কারতে হ্যায়’, ‘বাত কারনি মুঝে মুশকিল’, ‘খুলি জো আখ ওহ থা’, ‘আব কে হাম বিছরে’ প্রভৃতি। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘সরহদেঁ’তে পাকিস্তান থেকে তিনি আর ভারত থেকে লতা মঙ্গেশকর রেকর্ড করেছিলেন।
মেহেদী বাংলাদেশে প্রথম আসেন ১৯৮৫ সালে। বাংলা গানেও তিনি মুনশিয়ানার স্বাক্ষর রাখেন। ‘তুমি যে আমার ভালোবাসা’ ও ‘সুখেরই স্বপ্ন কে ভেঙে দিল’ গানে মেহেদী হাসানের সঙ্গে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লা। এর আগেও তিনি ‘হারানো দিনের কথা’, ‘এত ভালো লাগে কেন’ ও ‘ঢাকো যত না নয়ন’ গানেও কণ্ঠ দেন।
গানের এই কিংবদন্তি ২০১২ সালের ১৩ জুন মৃত্যুবরণ করেন।
গত বছরের ৫ আগস্টের পর দেশের রাজনীতির ময়দান বেশ টানটান। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। নেই দম ফেলার দুদণ্ড ফুরসত। কোনো কোনো উপদেষ্টাকে ভোররাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদও।
১ দিন আগেযতীন স্যারকে নিয়ে কথা বলতে বসলে মনে হয়, কথাগুলো শুধু লেখা নয়—এ যেন হৃদয়ের ভেতরের কিছু টুকরো তুলে ধরা। দুপুরে হঠাৎ এক সুহৃদ ফোন করে বলল, ‘শুনেছ? যতীন স্যার নেই!’—মুহূর্তেই আমার বুক কেঁপে উঠল। মনে হলো, জীবনের এক অমূল্য আশ্রয় হঠাৎ হারিয়ে ফেলেছি।
৩ দিন আগেএকটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
৫ দিন আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
৯ দিন আগে