সম্পাদকীয়
ওস্তাদ আয়েত আলী খাঁ ছিলেন উচ্চাঙ্গসংগীতের একজন শিল্পী। ১৮৮৪ সালের ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামে তাঁর জন্ম।
মাত্র ১০ বছর বয়সে মেজ ভাই আফতাবউদ্দিনের কাছেই আয়েত আলী খাঁর সংগীত শিক্ষার শুরু। তাঁর কাছে সাত বছর ধরে সরগম সাধনা ও রাগসংগীতের রেওয়াজ করেন তিনি। তারপর চলে যান ভারতের মধ্যপ্রদেশের শহর মাইহারে। সেখানকার রাজসভার শিল্পী ছিলেন আরেক বড় ভাই ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
তিনি আলাউদ্দিনের কাছ থেকে প্রথমে সেতার ও পরে সুরবাহারের তালিম নেন। ছোট ভাইকে সংগীতে দক্ষ করে তুলতে আলাউদ্দিন কোনো কার্পণ্য করেননি। এরপর আয়েত আলী তালিম নেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর গুরু ওস্তাদ ওয়াজির খাঁর কাছে। ওয়াজির তখন উত্তর প্রদেশের শহর রামপুরের রাজসভার স্বনামধন্য সংগীতজ্ঞ। তাঁর কাছ থেকেই ১৩ বছর সংগীতের বিভিন্ন ধারার শিক্ষা গ্রহণ করেন আয়েত আলী।
শিক্ষা শেষ করে মাইহারের রাজসভায়ই শুরু হয় আয়েত আলী খাঁর কর্মজীবন। অগ্রজ ওস্তাদ আলাউদ্দিন খাঁর পাশেই তাঁর বসার ব্যবস্থা করেছিলেন মাইহারের রাজা। তিনি বড় ভাইয়ের সঙ্গে একটি অর্কেস্ট্রা দল গঠন করেছিলেন। প্রাচ্যদেশীয় যন্ত্রের সমন্বয়ে দলটি গঠন করেছিলেন দুই ভাই। ১৯৩৫ সালে রবীন্দ্রনাথের অনুরোধে তিনি বিশ্বভারতীর যন্ত্রসংগীত বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন।
একসময় তিনি নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এসে প্রতিষ্ঠা করেন ‘আলম ব্রাদার্স’ নামে বাদ্যযন্ত্র তৈরির একটি কারখানা। তিনি ‘মনোহরা’ ও ‘মন্দ্রনাদ’ নামে দুটি বাদ্যযন্ত্র আবিষ্কার করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁর পরামর্শে তৈরি করেন ‘চন্দ্রসারং’ নামের আরেকটি যন্ত্র। তাঁর সৃষ্টি কয়েকটি রাগ হলো—বারিষ, হেমন্তিকা, আওল-বসন্ত, ওমর-সোহাগ, শিব-বেহাগ, বসন্ত-ভৈরোঁ, মিশ্র সারং প্রভৃতি।
রাগসংগীতের চর্চা, সংরক্ষণ ও প্রসারের জন্য ১৯৪৮ সালে কুমিল্লায় এবং ১৯৫৪ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ‘আলাউদ্দিন মিউজিক কলেজ’ নামে দুটি প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি।
গুণী এই সংগীতজ্ঞ মানুষটি ১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
ওস্তাদ আয়েত আলী খাঁ ছিলেন উচ্চাঙ্গসংগীতের একজন শিল্পী। ১৮৮৪ সালের ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামে তাঁর জন্ম।
মাত্র ১০ বছর বয়সে মেজ ভাই আফতাবউদ্দিনের কাছেই আয়েত আলী খাঁর সংগীত শিক্ষার শুরু। তাঁর কাছে সাত বছর ধরে সরগম সাধনা ও রাগসংগীতের রেওয়াজ করেন তিনি। তারপর চলে যান ভারতের মধ্যপ্রদেশের শহর মাইহারে। সেখানকার রাজসভার শিল্পী ছিলেন আরেক বড় ভাই ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
তিনি আলাউদ্দিনের কাছ থেকে প্রথমে সেতার ও পরে সুরবাহারের তালিম নেন। ছোট ভাইকে সংগীতে দক্ষ করে তুলতে আলাউদ্দিন কোনো কার্পণ্য করেননি। এরপর আয়েত আলী তালিম নেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর গুরু ওস্তাদ ওয়াজির খাঁর কাছে। ওয়াজির তখন উত্তর প্রদেশের শহর রামপুরের রাজসভার স্বনামধন্য সংগীতজ্ঞ। তাঁর কাছ থেকেই ১৩ বছর সংগীতের বিভিন্ন ধারার শিক্ষা গ্রহণ করেন আয়েত আলী।
শিক্ষা শেষ করে মাইহারের রাজসভায়ই শুরু হয় আয়েত আলী খাঁর কর্মজীবন। অগ্রজ ওস্তাদ আলাউদ্দিন খাঁর পাশেই তাঁর বসার ব্যবস্থা করেছিলেন মাইহারের রাজা। তিনি বড় ভাইয়ের সঙ্গে একটি অর্কেস্ট্রা দল গঠন করেছিলেন। প্রাচ্যদেশীয় যন্ত্রের সমন্বয়ে দলটি গঠন করেছিলেন দুই ভাই। ১৯৩৫ সালে রবীন্দ্রনাথের অনুরোধে তিনি বিশ্বভারতীর যন্ত্রসংগীত বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন।
একসময় তিনি নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এসে প্রতিষ্ঠা করেন ‘আলম ব্রাদার্স’ নামে বাদ্যযন্ত্র তৈরির একটি কারখানা। তিনি ‘মনোহরা’ ও ‘মন্দ্রনাদ’ নামে দুটি বাদ্যযন্ত্র আবিষ্কার করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁর পরামর্শে তৈরি করেন ‘চন্দ্রসারং’ নামের আরেকটি যন্ত্র। তাঁর সৃষ্টি কয়েকটি রাগ হলো—বারিষ, হেমন্তিকা, আওল-বসন্ত, ওমর-সোহাগ, শিব-বেহাগ, বসন্ত-ভৈরোঁ, মিশ্র সারং প্রভৃতি।
রাগসংগীতের চর্চা, সংরক্ষণ ও প্রসারের জন্য ১৯৪৮ সালে কুমিল্লায় এবং ১৯৫৪ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ‘আলাউদ্দিন মিউজিক কলেজ’ নামে দুটি প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি।
গুণী এই সংগীতজ্ঞ মানুষটি ১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
আমাদের এলাকায় ভাষা আন্দোলনের ধাক্কাটা তীব্রভাবে লাগলো। ভাষা আন্দোলনের একজন নেতা হলেন প্রিন্সিপাল কাশেম।... তারপরে ধরো এই কমিউনিস্ট আন্দোলন, আমাদের ওখানে তখন বড় বড় নেতা যেমন আহসাব উদ্দীন সাহেব, ওখানে মিটিং করতে আসতেন। সুধাংশু বিমল দত্তের বাড়ি আমাদের বাড়ি থেকে দু’মাইল তিন মাইল দূরে।
১ দিন আগেএটি একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যা গ্রিসের রাজধানী এথেন্সে অবস্থিত। এথেন্সের অ্যাক্রোপোলিস এলাকার প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে পাওয়া নিদর্শনগুলো নিয়েই এটি গড়ে উঠেছে। এই জাদুঘরটি নির্মিত হয়েছে অ্যাক্রোপোলিস শিলা এবং তার চারপাশের ঢাল থেকে সংগৃহীত প্রতিটি নিদর্শন সংরক্ষণের জন্য।
২ দিন আগে১৮৬২ সালের ২০ মে ওয়ারশে ন্যাশনাল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। প্রথমে ‘মিউজিয়াম অব ফাইন আর্টস, ওয়ারশ’ নামে। ১৯১৬ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘ন্যাশনাল মিউজিয়াম, ওয়ারশ’। বর্তমানে সংগ্রহ রাখা আছে জেরুজালেম অ্যাভিনিউয়ে, স্থপতি তাদেউশ তোলভিনস্কির নকশায় নির্মিত ভবনে। নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন...
৭ দিন আগেহ্যাঁ, আমি ভেবেচিন্তেই ফিরে এলাম। ফিরে যে আসব, সে চিন্তা আমার সব সময়ই ছিল। [বিদেশে] থাকবার ইচ্ছা আমার কখনোই ছিল না। ওটা তো আমার কাজের জায়গা না। তা ছাড়া, আগেই বলেছি, বাচ্চাদের স্কুল নিয়ে আমার নানা রকম চিন্তা ছিল। বাচ্চাদের এবং গ্রামের সাধারণ মানুষের এসথেটিক সেন্স ডেভেলপ করবে, এ রকম একটা...
৮ দিন আগে