Ajker Patrika

রসিক মার্ক টোয়েন

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০: ১১
রসিক মার্ক টোয়েন

তাঁর লেখা টম সয়্যার এবং হাকলবেরি ফিনের অ্যাডভেঞ্চারের গল্প পড়লে যে কেউ বুঝতে পারবে, কতটা উঁচুদরের রসিক ছিলেন তিনি।

তাঁর জীবনে এ রকম রসিকতার গল্পের শেষ নেই। সত্যিই মার্ক টোয়েন ছিলেন রসিকতার রাজা।

একবার ইংল্যান্ডে যাওয়ার পর মার্ক টোয়েন লন্ডনের অনতিদূরে গেলেন ঘোড়দৌড় দেখতে। দৌড় দেখে ফেরার পথে রেলস্টেশনে তাঁর দেখা হলো এক বন্ধুর সঙ্গে। বন্ধুটির পকেটে লন্ডনে ফেরার মতো টাকাপয়সা ছিল না। তিনি মার্ক টোয়েনকে অনুরোধ করলেন লন্ডন পর্যন্ত ট্রেনের টিকিট কিনে দিতে।

মার্ক টোয়েন বন্ধুকে বললেন, ‘আমাকে ক্ষমা কর বন্ধু। আমার কাছে দুটি টিকিট কেনার মতো টাকা নেই। কিন্তু ঘাবড়ে যেয়ো না। আমি তোমাকে সাহায্য করব। এখানে দাঁড়াও। আমি ফিরে আসছি। আমি একটা টিকিট কিনব। আমি যে বেঞ্চে বসব, তুমি তার নিচে ঢুকে যাবে। টিকিটচেকার কেন, কেউ তোমাকে দেখতে পাবে না।’

মার্ক টোয়েন কিনলেন দুটো টিকিটই। কিন্তু বন্ধুকে এ নিয়ে কিছুই বললেন না। একটা খালি ওয়াগনে গিয়ে বসে পড়লেন মার্ক টোয়েন। বন্ধু সেঁধিয়ে গেলেন সিটের নিচে। কিছুক্ষণ পর ট্রেন ছাড়ল। টিকিটচেকার ঢুকলেন। মার্ক টোয়েন তার হাতে তুলে দিলেন দুটি টিকিট।

‘আপনি একা যাচ্ছেন, দুটো টিকিট কেন?’

‘অন্য টিকিটটা আমার বন্ধুর। বন্ধুর মাথায় কিছু সমস্যা আছে। ও এখন আমার সিটের নিচে বসে যাচ্ছে। ট্রেনে উঠলে সিটের নিচে কুণ্ডুলী পাকিয়ে বসেই সে যাতায়াত করে!’

সূত্র: লাইভ লিভ

বিষয়:

আড্ডা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

শিশুদের জন্য বিনা মূল্যে টাইফয়েডের টিকা, যেভাবে রেজিস্ট্রেশন করবেন

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত