Ajker Patrika

মামুনের চিঠি

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০: ০২
মামুনের চিঠি

মামুন মাহমুদের কথা অনেকেই জানেন না। তিনি ছিলেন শামসুন নাহার মাহমুদের বড় ছেলে। অনেকেরই মনে পড়ে যাবে, হবীবুল্লাহ বাহার ও শামসুন নাহারকে নিয়ে কবি নজরুল ইসলাম লিখেছিলেন কবিতা, তার প্রথম দুই পঙ্‌ক্তি ছিল: 

‘কে তোমাদের ভালো?

বাহার আনে গুলশানে গুল, নাহার আনে আলো।’ 
মামুন মাহমুদ ৫ বছর ৬ মাস বয়সে একটা চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি তত দিনে রবীন্দ্রনাথের সহজপাঠ পড়ে ফেলেছেন। এ বই পড়েই রবীন্দ্রনাথকে চিঠি লেখার ইচ্ছে হয়েছিল তাঁর। ১৯৩৪ সালের ১০ আগস্ট মামুন লিখেছিলেন: 

কবি, 
আমি একটা ছোট ছেলে। বয়স সাড়ে পাঁচ। আমার মা ও বাবা ‘বুলবুল’ সম্পাদক। আমি তোমার ‘সহজপাঠ’ পড়েছি। বড় হলে তোমার সব বই পড়ব। তুমি নাকি ছোটদের খুব ভালোবাস? তাহলে আমার চিঠির জবাব দিও। আমি আর একটু বড় হলে শান্তিনিকেতনে তোমায় দেখতে আসব। 
ইতি 
মামুন মাহমুদ

 ১৭ আগস্টেই এ চিঠির জবাব দিয়েছিলেন রবীন্দ্রনাথ। লিখেছিলেন:

বৎস
তুমি যখন আমার সহজপাঠ পড়েছ, তখন বিনা পরিচয়েই আমার সঙ্গে তোমার জানাশোনা হয়ে গেছে। তাই এখন থেকেই তোমাকে নিমন্ত্রণ করে রাখছি, বয়স হলে শান্তিনিকেতনে আমার সঙ্গে দেখা করতে এসো–হয়তো দেখা হতেও পারে–খুব শীঘ্র করে যদি বড় হতে পারো, তাহলে সাক্ষাৎ অসম্ভব হবে না। তাই বলছি খুব তাড়া করো। ইতি ১৭ আগস্ট, ১৯৩৪ 

শুভার্থী
রবীন্দ্রনাথ ঠাকুর

মামুন খুব ভালো ছাত্র ছিলেন। ১৯৪২ সালে তিনি প্রবেশিকা এবং ১৯৪৪ সালে আইএ পাস করেন। এরপর ১৯৪৬ সালে বিএ ডিগ্রি পান আলিগড় কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ভাষা-আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। পাকিস্তান পুলিশ সার্ভিসে ডিআইজি পদে ছিলেন। স্বাধীনতা আন্দোলনের প্রতি সহানুভূতি ও সমর্থন থাকায় মুক্তিযুদ্ধের সূচনায় ২৬ মার্চ তাঁর রাজশাহীর সরকারি বাসভবন থেকে পাকিস্তানি বাহিনীর এক ক্যাপ্টেন তাঁকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। 

সূত্র: সেলিনা বাহার জামান, কয়েক ছত্র প্রাণের পত্র, পৃষ্ঠা: ৪৭-৪৮

বিষয়:

আড্ডা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

শিশুদের জন্য বিনা মূল্যে টাইফয়েডের টিকা, যেভাবে রেজিস্ট্রেশন করবেন

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত