কলকাতা আর্ট স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আবদুল মঈন। পরে এই পদে অধিষ্ঠিত হন জয়নুল আবেদিন। আমরা তাঁকে শিল্পাচার্য বলে সম্মান জানিয়ে থাকি। ১৯৪৩ সালে বা বাংলা ১৩৫০ সালের দুর্ভিক্ষের কথা বারবারই আমরা স্মরণ করে থাকি। ইংরেজ শাসনামলের শেষভাগে বাংলার প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন। দুনিয়াজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নেতাজির দেশত্যাগ, মহাত্মা গান্ধীর আগস্ট আন্দোলন, সব মিলিয়ে দেশ তখন উত্তেজনায় ফুটছে।
ঠিক সেই সময় এ রকম এক দুর্ভিক্ষ। প্রায় সব বিপ্লবী নেতাই কারান্তরালে। রাজনৈতিক সভা-সমিতি নেই বললেই চলে। মিছিল নেই। কিন্তু একটি মিছিল দিনে দিনে বাড়তে থাকে—মৃত্যুর মিছিল। সেই মিছিলে আদি-অন্ত ছিল না। যেকোনো সময় যেকোনো জায়গায় তা শুরু হতে পারত, ছড়িয়ে যেতে পারত; কিন্তু শেষ হতো না। মৃত্যুপথযাত্রী এসব মানুষ ভাত চাইতেও ভয় পেত। বলত, ‘ফ্যান দাও, ফ্যান দাও।’ এ এক বিষণ্ণ আতঙ্কের সময়। খাবারের দোকানের কাচের ভেতর দিয়ে রসগোল্লা পানতোয়াগুলো দেখা যেত। বিশাল গ্র্যান্ড হোটেলে ফুর্তির জীবন ছিল অব্যাহত। গ্র্যান্ড হোটেল থেকে পরিত্যক্ত উচ্ছিষ্ট নিয়ে তখন টানাটানি চলছে মানুষ আর কুকুরে। মনুষ্যসৃষ্ট এই দুর্ভিক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করা হলো। দুর্ভিক্ষপীড়িত মৃত্যুপথযাত্রীদের চিত্রমালা দিয়ে করা হলো এক চিত্র প্রদর্শনী। কলকাতা কমিউনিস্ট পার্টির আহ্বানে তা হয়েছিল।
কলকাতার পার্ক সার্কাসের ১৪ নম্বর রোডে বাথরুমসহ ছোট্ট লাল মেঝের একটি ঘরে থাকতেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। পাশের ঘরেই রাজা মিয়ার কয়লার দোকান। সেই পরিবেশের মধ্যেই রাত ১০টায় শুরু হতো আঁকা। কামরুল হাসানকে স্নেহ করতেন জয়নুল। কামরুলের কাজ ছিল জয়নুলকে রং-তুলি বুঝিয়ে দেওয়া এবং তার সঙ্গে গল্প করা।
দুর্ভিক্ষ নিয়ে প্রদর্শনীটি হয়েছিল কলেজ স্ট্রিট মার্কেটের ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়ামের পাশে মাঝারি মাপের একটি ঘরে। কলকাতার নামীদামি প্রায় সব শিল্পী সেখানে তাদের ছবি দিয়েছিলেন। জয়নুল আবেদিনের ছবিগুলো ছিল সাদামাটা। সাধারণ হলুদ রঙের কার্ট্রিজ কাগজে অয়েল কালারের তুলি দিয়ে স্রেফ কালো রঙের আঁচড় ছিল, যাতে ফুটে উঠেছিল দুর্ভিক্ষপীড়িত মানুষের মুখ। প্রদর্শনীতে দামি ছবির সংখ্যা কম ছিল না। দামি ক্যানভাস, দামি ফ্রেমকে ম্লান করে সাধারণ কাগজে আঁকা জয়নুল আবেদিনের এসব স্কেচ হয়ে গেল দুর্ভিক্ষের মানচিত্র। অনেকেই মনে করেন, দুর্ভিক্ষের ওপর হাজার হাজার ছবি এঁকেছিলেন শিল্পাচার্য। কিন্তু তিনি ছবি এঁকেছিলেন মোট ১৩টি। খুব দ্রুত ছবি আঁকতেন জয়নুল আবেদিন। দশ থেকে পনেরো মিনিটে ছবি আঁকা হতো এবং শেষে শুধু একটি কাক এঁকে দিতেন। বিচিত্র এই কাকগুলো জয়নুলের পাসপোর্ট হয়ে উঠেছিল। স্বাক্ষর না থাকলেও বোঝা যেত, এটি জয়নুলেরই কাক। কবি শামসুর রাহমান জয়নুলের কাজ নিয়ে একটি কবিতা লিখেছিলেন।
তথ্যসূত্র: কামরুল হাসান, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা
কলকাতা আর্ট স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আবদুল মঈন। পরে এই পদে অধিষ্ঠিত হন জয়নুল আবেদিন। আমরা তাঁকে শিল্পাচার্য বলে সম্মান জানিয়ে থাকি। ১৯৪৩ সালে বা বাংলা ১৩৫০ সালের দুর্ভিক্ষের কথা বারবারই আমরা স্মরণ করে থাকি। ইংরেজ শাসনামলের শেষভাগে বাংলার প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন। দুনিয়াজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নেতাজির দেশত্যাগ, মহাত্মা গান্ধীর আগস্ট আন্দোলন, সব মিলিয়ে দেশ তখন উত্তেজনায় ফুটছে।
ঠিক সেই সময় এ রকম এক দুর্ভিক্ষ। প্রায় সব বিপ্লবী নেতাই কারান্তরালে। রাজনৈতিক সভা-সমিতি নেই বললেই চলে। মিছিল নেই। কিন্তু একটি মিছিল দিনে দিনে বাড়তে থাকে—মৃত্যুর মিছিল। সেই মিছিলে আদি-অন্ত ছিল না। যেকোনো সময় যেকোনো জায়গায় তা শুরু হতে পারত, ছড়িয়ে যেতে পারত; কিন্তু শেষ হতো না। মৃত্যুপথযাত্রী এসব মানুষ ভাত চাইতেও ভয় পেত। বলত, ‘ফ্যান দাও, ফ্যান দাও।’ এ এক বিষণ্ণ আতঙ্কের সময়। খাবারের দোকানের কাচের ভেতর দিয়ে রসগোল্লা পানতোয়াগুলো দেখা যেত। বিশাল গ্র্যান্ড হোটেলে ফুর্তির জীবন ছিল অব্যাহত। গ্র্যান্ড হোটেল থেকে পরিত্যক্ত উচ্ছিষ্ট নিয়ে তখন টানাটানি চলছে মানুষ আর কুকুরে। মনুষ্যসৃষ্ট এই দুর্ভিক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করা হলো। দুর্ভিক্ষপীড়িত মৃত্যুপথযাত্রীদের চিত্রমালা দিয়ে করা হলো এক চিত্র প্রদর্শনী। কলকাতা কমিউনিস্ট পার্টির আহ্বানে তা হয়েছিল।
কলকাতার পার্ক সার্কাসের ১৪ নম্বর রোডে বাথরুমসহ ছোট্ট লাল মেঝের একটি ঘরে থাকতেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। পাশের ঘরেই রাজা মিয়ার কয়লার দোকান। সেই পরিবেশের মধ্যেই রাত ১০টায় শুরু হতো আঁকা। কামরুল হাসানকে স্নেহ করতেন জয়নুল। কামরুলের কাজ ছিল জয়নুলকে রং-তুলি বুঝিয়ে দেওয়া এবং তার সঙ্গে গল্প করা।
দুর্ভিক্ষ নিয়ে প্রদর্শনীটি হয়েছিল কলেজ স্ট্রিট মার্কেটের ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়ামের পাশে মাঝারি মাপের একটি ঘরে। কলকাতার নামীদামি প্রায় সব শিল্পী সেখানে তাদের ছবি দিয়েছিলেন। জয়নুল আবেদিনের ছবিগুলো ছিল সাদামাটা। সাধারণ হলুদ রঙের কার্ট্রিজ কাগজে অয়েল কালারের তুলি দিয়ে স্রেফ কালো রঙের আঁচড় ছিল, যাতে ফুটে উঠেছিল দুর্ভিক্ষপীড়িত মানুষের মুখ। প্রদর্শনীতে দামি ছবির সংখ্যা কম ছিল না। দামি ক্যানভাস, দামি ফ্রেমকে ম্লান করে সাধারণ কাগজে আঁকা জয়নুল আবেদিনের এসব স্কেচ হয়ে গেল দুর্ভিক্ষের মানচিত্র। অনেকেই মনে করেন, দুর্ভিক্ষের ওপর হাজার হাজার ছবি এঁকেছিলেন শিল্পাচার্য। কিন্তু তিনি ছবি এঁকেছিলেন মোট ১৩টি। খুব দ্রুত ছবি আঁকতেন জয়নুল আবেদিন। দশ থেকে পনেরো মিনিটে ছবি আঁকা হতো এবং শেষে শুধু একটি কাক এঁকে দিতেন। বিচিত্র এই কাকগুলো জয়নুলের পাসপোর্ট হয়ে উঠেছিল। স্বাক্ষর না থাকলেও বোঝা যেত, এটি জয়নুলেরই কাক। কবি শামসুর রাহমান জয়নুলের কাজ নিয়ে একটি কবিতা লিখেছিলেন।
তথ্যসূত্র: কামরুল হাসান, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা
বিশ্বখ্যাত ইংরেজি ভাষার অভিধান কেমব্রিজ ডিকশনারিতে এ বছর যুক্ত হয়েছে ৬ হাজারের বেশি নতুন শব্দ। যেগুলোর বেশির ভাগ জেন-জিদের। এসব শব্দের মধ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত স্ল্যাং বা অমার্জিত শব্দ যেমন ‘স্কিবিডি’, ‘ট্র্যাডওয়াইফ’, ‘ব্রোলিগার্কি’ এবং ‘ডেলুলু’ রয়েছে।
২ দিন আগেগত বছরের ৫ আগস্টের পর দেশের রাজনীতির ময়দান বেশ টান টান। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। নেই দম ফেলার দুদণ্ড ফুরসত। কোনো কোনো উপদেষ্টাকে ভোররাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদও।
৬ দিন আগেযতীন স্যারকে নিয়ে কথা বলতে বসলে মনে হয়, কথাগুলো শুধু লেখা নয়—এ যেন হৃদয়ের ভেতরের কিছু টুকরো তুলে ধরা। দুপুরে হঠাৎ এক সুহৃদ ফোন করে বলল, ‘শুনেছ? যতীন স্যার নেই!’—মুহূর্তেই আমার বুক কেঁপে উঠল। মনে হলো, জীবনের এক অমূল্য আশ্রয় হঠাৎ হারিয়ে ফেলেছি।
৭ দিন আগেএকটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
৯ দিন আগে