উত্তরণ
ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
স্বামী ৯ মাস ধরে আমার কোনো খোঁজ নেয় না। ভরণপোষণও দেয় না। আমার শ্বশুর-শাশুড়ি বলেছেন, তাঁদের ছেলে আমার সঙ্গে সংসার করবে না। কিন্তু স্বামী আমাকে কিছু বলেনি এবং ডিভোর্সও দিচ্ছে না। আমি বলেছি, আমার কোনো দাবি নেই। তবু আমার শ্বশুরবাড়ির লোকজন চায়, আমি ডিভোর্স পেপার দিই। কিন্তু আমি দিতে চাই না।
এমন অবস্থায় কী করতে পারি?
জান্নাতুল মনিরা, শেরপুর
আপনি যে অবস্থার মধ্যে আছেন, তা অনেক নারীর ক্ষেত্রে ঘটে থাকে। বাংলাদেশের আইন অনুযায়ী আপনার করণীয় ও অধিকারগুলো হলো:
১. আপনার স্বামীর অবহেলা ও ভরণপোষণ না দেওয়া আইনি অপরাধ। দেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, স্বামী স্ত্রীকে ভরণপোষণ দিতে বাধ্য। যদি স্বামী স্ত্রীকে চার মাসের বেশি সময় ভরণপোষণ না দেয়, তাহলে স্ত্রী তালাক চাওয়ার অধিকার রাখেন এবং মেয়েদের কাজি অফিস বা আদালতের মাধ্যমে তালাক চাইতে পারেন।
২. আপনি তালাক না চাইলে আপনার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন আপনাকে ডিভোর্স দিতে বাধ্য করতে পারবে না। তালাক সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ও আইনি অধিকার। মুসলিম আইন অনুযায়ী আপনার সম্মতি ছাড়া কেউ ডিভোর্স কার্যকর করতে পারবে না।
৩. যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয়, তাহলে মোহর, ইদ্দতকালের ভরণপোষণ এবং সন্তান থাকলে তাদের জীবনধারণের ব্যয় আপনার স্বামীকেই দিতে হবে।
এখন আপনার করণীয় হতে পারে, প্রথমত, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা। এটি ভবিষ্যতের আইনি পদক্ষেপে সহায়ক হবে। দ্বিতীয়ত ভরণপোষণ চেয়ে পারিবারিক আদালতে মামলা করতে পারেন। স্বামী আয় করে এমন প্রমাণ পেলে আদালত তাঁকে বাধ্য করবেন ভরণপোষণ দিতে। তৃতীয়ত, আইনি সহায়তা নেওয়া। আপনি চাইলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে অথবা সরকারি বা এনজিও লিগ্যাল এইড থেকে বিনা মূল্যে আইনজীবী পেতে পারেন।
মুসলিম বিবাহ ও তালাক (১৯৬১ ও ১৯৬৫)
সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন,
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট
স্বামী ৯ মাস ধরে আমার কোনো খোঁজ নেয় না। ভরণপোষণও দেয় না। আমার শ্বশুর-শাশুড়ি বলেছেন, তাঁদের ছেলে আমার সঙ্গে সংসার করবে না। কিন্তু স্বামী আমাকে কিছু বলেনি এবং ডিভোর্সও দিচ্ছে না। আমি বলেছি, আমার কোনো দাবি নেই। তবু আমার শ্বশুরবাড়ির লোকজন চায়, আমি ডিভোর্স পেপার দিই। কিন্তু আমি দিতে চাই না।
এমন অবস্থায় কী করতে পারি?
জান্নাতুল মনিরা, শেরপুর
আপনি যে অবস্থার মধ্যে আছেন, তা অনেক নারীর ক্ষেত্রে ঘটে থাকে। বাংলাদেশের আইন অনুযায়ী আপনার করণীয় ও অধিকারগুলো হলো:
১. আপনার স্বামীর অবহেলা ও ভরণপোষণ না দেওয়া আইনি অপরাধ। দেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, স্বামী স্ত্রীকে ভরণপোষণ দিতে বাধ্য। যদি স্বামী স্ত্রীকে চার মাসের বেশি সময় ভরণপোষণ না দেয়, তাহলে স্ত্রী তালাক চাওয়ার অধিকার রাখেন এবং মেয়েদের কাজি অফিস বা আদালতের মাধ্যমে তালাক চাইতে পারেন।
২. আপনি তালাক না চাইলে আপনার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন আপনাকে ডিভোর্স দিতে বাধ্য করতে পারবে না। তালাক সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ও আইনি অধিকার। মুসলিম আইন অনুযায়ী আপনার সম্মতি ছাড়া কেউ ডিভোর্স কার্যকর করতে পারবে না।
৩. যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয়, তাহলে মোহর, ইদ্দতকালের ভরণপোষণ এবং সন্তান থাকলে তাদের জীবনধারণের ব্যয় আপনার স্বামীকেই দিতে হবে।
এখন আপনার করণীয় হতে পারে, প্রথমত, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা। এটি ভবিষ্যতের আইনি পদক্ষেপে সহায়ক হবে। দ্বিতীয়ত ভরণপোষণ চেয়ে পারিবারিক আদালতে মামলা করতে পারেন। স্বামী আয় করে এমন প্রমাণ পেলে আদালত তাঁকে বাধ্য করবেন ভরণপোষণ দিতে। তৃতীয়ত, আইনি সহায়তা নেওয়া। আপনি চাইলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে অথবা সরকারি বা এনজিও লিগ্যাল এইড থেকে বিনা মূল্যে আইনজীবী পেতে পারেন।
মুসলিম বিবাহ ও তালাক (১৯৬১ ও ১৯৬৫)
সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন,
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও উদ্যোক্তা পারভীন মাহমুদ পেয়েছেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) প্রদত্ত লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার কলম্বোতে হোটেল সিনামন লাইফে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়।
৬ দিন আগেবাইরে থেকে ঘরে ফিরে হাতের কাছে পাওয়া ঠান্ডা পানি কিংবা সুস্বাদু তৈরি খাবার; বাড়ি গিয়ে কী খাব—কাজে গিয়ে এমন ভাবনার মুখোমুখি না হওয়া; অথবা সারা দিনের ক্লান্তির পর শান্তিতে ঘুমানোর জন্য পাওয়া গোছানো ঘর! এই যে তৈরি খাবার, গোছানো ঘর কিংবা এক গ্লাস পানি—সবকিছুর পেছনে থাকে একজন মানুষের শ্রম। কিন্তু জমা-খরচ
৬ দিন আগেকরোনার সময় চারদিক অচল হয়ে পড়ে। সেই সময় বগুড়ার মাসুমা ইসলাম নামের ছাব্বিশ বছরের এই গৃহিণী ঘরে বসে শুরু করলেন এক নতুন উদ্যোগ। এর মধ্যে চাকরি হারালেন তাঁর স্বামী, থমকে গেল সংসার। কিন্তু হাল ছাড়লেন না মাসুমা। মাত্র ৩০০ টাকা মূলধন দিয়ে শুরু করে এখন তিনি হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা।
৬ দিন আগেআমার ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে কেউ একজন ভুয়া অ্যাকাউন্ট খুলেছে। আমার পরিচিত সবাইকে ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাচ্ছে। সবাই আমাকে ভেবে অ্যাকসেপ্ট করছে। সবার কাছে আমার নামে খারাপ খারাপ কথা বলছে এবং টাকা ধার চাচ্ছে। আমার কয়েক বন্ধু অ্যাকাউন্টে যোগাযোগের চেষ্টা করলে তাদেরও অনেক বাজে কথা বলছে। আমার কাছের
৬ দিন আগে